promotional_ad

আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ত্রিদেশীয় সিরিজের আগে গা গরম করার সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল। রবিবার আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে ডাবলিনের দ্য হিলস ক্রিকেট ক্লাবের মাঠে একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে মাশরাফির বাংলাদেশ। 


বাংলাদেশ সময় বিকেল ৪.৪৫ মিনিটে ম্যাচটি শুরু হবে। একই দিন ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ডাবলিনের ক্লোনটার্ফ ক্রিকেট ক্লাবে উইন্ডিজদের বিপক্ষে খেলবে আয়ারল্যান্ড দল। 



promotional_ad

হ্যারি টেক্টর বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করবেন। শ্রীলঙ্কার বিপক্ষে আয়ারল্যান্ড উলভস দলের সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ঘরোয়া ক্রিকেটেও দারুণ ফর্মে আছেন টেক্টর।


ইনজুরি থেকে ফেরা মিডেল অর্ডার ব্যাটসম্যান জেমস শ্যানন ও পেসার ট্রাইওনকে বাংলাদেশের বিপক্ষে স্কোয়াডে রাখা হয়েছে। আইরিশ নির্বাচকরা বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ড উলভস স্কোয়াডে থাকা ক্রিকেটারদের পারফর্মেন্সে নজর রাখবেন। 


অ্যান্ড্রু হোয়াইট, আয়ারল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাচক বলেছেন, 'একই দিন দুটি খেলা মাঠে গড়াবে। একদিকে আয়ারল্যান্ড দল, আরেকদিকে আয়ারল্যান্ড উলভস... যা আমাদের সুযোগ করে দিচ্ছে ২২ জন ক্রিকেটারের পারফর্মেন্স বিবেচনা করার।'



প্রস্তুতি ম্যাচের মাধ্যমে আইরিশ কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার বড় সুযোগ পাচ্ছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। আগামী ৭ মে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ জেসন হোল্ডারের উইন্ডিজ দল।


আয়ারল্যান্ড উলভস দলে ডাক পাওয়া ক্রিকেটাররা হচ্ছেন: হ্যারি টেক্টর (অধিনায়ক), মার্ক এডেইর, জেমস ক্যামেরন-ডো, পিটার চেজ, স্টিফেন ডোহেনি, শেন গেটকাটে, ট্রাইওন কেন, নেইল রক, জেমস শ্যানন, সিমি সিংহ, জ্যাক টেক্টর ও ক্রেইগ ইয়াং।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball