promotional_ad

টাকার জন্য দক্ষিণ আফ্রিকা ছাড়িনিঃ অলিভিয়ের

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


সাবেক প্রোটিয়া পেসার ডুয়েন অলিভিয়ের জানিয়েছেন, তিনি টাকার জন্য দক্ষিণ আফ্রিকা জাতীয় দল থেকে অবসর নেননি। মূলত ভবিষ্যতের কথা চিন্তা করেই তিনি কোলপাক চুক্তিতে নাম লিখিয়েছেন বলে নিশ্চিত করেছেন।


নিজের জীবনের লক্ষ্য অর্জনের জন্য তিনি এটাই চেয়েছিলেন। সম্প্রতি স্কাই স্পোর্টসের সাথে আলাপকালে একথা বলেছেন অলিভিয়ের। এই সিদ্ধান্তের জন্য মোটেও অনুসূচনা নেই তাঁর।


'এটা টাকার জন্য না। যেখানে আমি যেতে চেয়েছিলাম এবং আমি আমার জীবনে যা অর্জন করতে চেয়েছিলাম এটা তার জন্য। এখানে স্থানান্তরিত হওয়া সম্ভবত আমার জন্য এবং আমার স্ত্রী, আমাদের ভবিষ্যতে সামনে এগিয়ে যাওয়ার জন্য সর্বোত্তম।'



promotional_ad

অলিভিয়ের গত ফেব্রুয়ারিতে কোলপাক চুক্তিতে জড়িয়ে ইয়র্কশায়ারের যোগ দেন তিন বছরের জন্য। কাউন্টি চ্যাম্পিয়নশীপের দুই ম্যাচে খেলে ১১টি উইকেট নিয়েছেন তিনি।


এই পেসারের মতে ইংল্যান্ডে অনেক সুযোগ আছে। এই সুযোগ কাজে লাগিয়ে ক্যারিয়ারের উন্নতি করতে পারবেন বলেই বিশ্বাস তাঁর।


'ক্রিকেটের দিক দিয়ে, আমি মনে করি এখানে অনেক সুযোগ আছে। আমি মনে করি আমি আমার ক্রিকেটের (ক্যারিয়ারের) উন্নতি করতে পারব।'


গত বছর পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার হয়ে ৩ টেস্টে ২৪ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছিলেন। এই পারফর্মেন্সের পর তাকে অনেকে দক্ষিণ আফ্রিকার ভবিষ্যৎ কান্ডারি হিসেবেও বিবেচনা করছিল।



তবে, সম্ভাবনা উড়িয়ে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন তিনি। অলিভিয়ের মনে করেন দক্ষিণ আফ্রিকার জন্য দারুণ কিছুই করেছেন। দলটির প্রতিনিধিত্ব করে দারুণ গর্বিত তিনি।


'আমি দক্ষিণ আফ্রিকার জন্য ভালো কিছু করেছি এবং আমি তাদের প্রতিনিধিত্ব করে গর্বিত। এটা এমন কিছু যা আমি বহু বছর ধরে উপভোগ করবো।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball