promotional_ad

মাঠের সেরা হতে চান মাশরাফি

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


অভিজ্ঞতার দিক থেকে এবারের বিশ্বকাপের দ্বিতীয় সেরা দল বলা যায় বাংলাদেশকে। বাংলাদেশ দলের বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারা গড়ে ৮৭টি ওয়ানডে খেলেছে। শীর্ষে থাকা ভারতের বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারা খেলেছে ১০৫টি করে। তবে নিজেদের সেরা দল মানতে নারাজ বাংলাদেশ দলের কাপ্তান মাশরাফি বিন মুর্তজা।


বাংলাদেশ দলের ওয়ানডে দল গত চার বছর ধরে অনেকটাই স্থিতিশীল অবস্থায় আছে। ২০১৫ বিশ্বকাপের দল থেকে এবারের বিশ্বকাপের দলে বড় পরিবর্তন লক্ষণীয় নয়। এই দল নিয়েই ২০১৫ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নক আউট পর্বে গিয়ে বিদায় নিতে হয় মাশরাফিদের। ২০১৮ সালের এশিয়া কাপের ফাইনালেও শিরোপা জিততে পারেনি টাইগাররা। শিরোপা জয়ে বারংবার ব্যর্থ বাংলাদেশের গায়ে সেরা দলের তকমা চান না মাশরাফি।



promotional_ad

‘সেরা দল, এটা গুরুত্বপূর্ণ না। এশিয়া কাপে এই দল নিয়েই গিয়েছিলাম। ট্রফি জিততে পারি নি, সেরা দলই ছিলাম। শেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলেছিলাম। খুব আগের বিষয় না। এই দলই ছিল। এই হাইপ তোলার কোনো প্রয়োজন নেই। দুই বছর আগে এই দলই খেলেছে। নতুন করে বিশেষ কিছু তাদের ভেতর আসে নি যে তারা এই মুহূর্তেই সেরা দল। সেরা দল সবসময় ভালো করে না। যারা মাঠে ভালো করে তাঁরাই ভালো করে।‘


তবে অধিনায়ক হিসেবে মাশরাফির বিশ্বাস, দেশের সেরা ১৫ ক্রিকেটার নিয়েই বিশ্বকাপে যাচ্ছেন তিনি।


‘যেই দলটা দিয়েছে, যেই দল দিবে, অধিনায়ক হিসেবে সেটাকেই সেরা দল বলতে হবে। আমরা সেরা দল নিয়েই যাচ্ছি। ১৫ জনের যখন স্কোয়াড হয় তখন দুর্ভাগ্যজনক কিছু থাকেই। হয়তো যাকে কেউ প্রত্যাশা করছে না সেটা দলের ভাগ্যবান হয়ে যায়। এটা এখানে এসে বলা কঠিন।‘




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball