promotional_ad

‘সেমিফাইনাল কঠিন কিন্তু অসম্ভব নয়’

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, আসন্ন বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেয়া কঠিন হলেও অসম্ভব নয়। ১০ দলের বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রতিটি দলকে নয়টি ম্যাচ খেলতে হবে।


শেষ চারে জায়গা পেতে হলে কমপক্ষে পাঁচটি ম্যাচে জয় পেতে হবে বাংলাদেশকে। পুরো আসর জুড়ে দল গুলোর ধারাবাহিকতা ও শক্তিমত্তার পরীক্ষা নেবে আসন্ন বিশ্বকাপ। বলা চলে, সেরা দল গুলোই শেষ চারে জায়গা করে নিতে পারবে। আয়ারল্যান্ড সিরিজ ও বিশ্বকাপের জন্য দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা মাশরাফি বলেছেন,



promotional_ad

'এই মুহূর্তে মনে হচ্ছে আমাদের সেমিফাইনালে যাওয়া খুব বড় চ্যালেঞ্জ। এর আগে যেটা বলতাম যে, সেমিফাইনাল গেলে একটা একটা ম্যাচ। এখনো তাই বলতে হচ্ছে। সেমিফাইনালে যদি যেতে পারি, অনেক বড় অর্জন হবে।


‘কারণ এবারের ফরম্যাট সেই ৯২’র মত, যা খুবই কঠিন। সেমিফাইনালে যাওয়া অনেক বড় অর্জন। আমরা অনেকবার সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনালে গিয়ে হেরেছি। আগে সেমিফাইনালটা যদি যাই, তাহলে বড় অর্জন হবে। তারপর ঐ নির্দিষ্ট  দিনে ভালো খেলা গুরুত্বপূর্ণ।‘


পুরো আসর জুড়ে প্রতিটি দলই কোনো না কোনো ক্ষেত্রে খারাপ সময়ের মধ্য দিয়ে যাবে। তবে খারাপ সময় থেকে ফিরে আসতে পারলেই টুর্নামেন্টের শেষ সপ্তাহ পর্যন্ত টিকে থাকা সম্ভব। মাশরাফির ভাষায়,



‘নয়টা ম্যাচে, আমার মনে হয় প্রতিটা দলের খারাপ ভালো দিয়ে যাবে। এটা খুব গুরুত্বপূর্ণ যে পরবর্তী দিনে কামব্যাক করা। যেটা যাবে সেটা তো আর ফিরে আসা সম্ভবও না। এটা নিয়ে আমরা আলোচনাও করেছি। বিশ্বকাপে এক মাসে নয়টা ম্যাচ খেলতে হবে। এখানে প্রতিটা ম্যাচ আমাদের জন্য সমান যাবে না।


‘যেটা ম্যাচ খারাপ যাবে পরের ম্যাচে যেন সেই রেশটা না থাকে। এই প্রস্তুতি নিয়ে কথা বলছি। এটা আসলে মানসিক ব্যাপার। আমাদের আরও কথা বলতে হবে। আমরা যেন আরও প্রস্তুত হতে পারি এবং প্রতিটি ম্যাচে নিশ্চিত করতে পারি নিজেদের সেরাটা সেটি মাথায় রাখতে হবে। অনেকসময় ম্যাচ হারলেও সেরাটা দিতে পারলে পরের ম্যাচে মন চায় যে আরও বেশি কিছু করি। এটা গুরুত্বপূর্ণ।‘



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball