promotional_ad

প্রতিদিনই পরীক্ষা দিতে হয়ঃ ফরহাদ রেজা

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১১ সালের ডিসেম্বরে, টি-টুয়েন্টি খেলেছিলে ২০১৪ সালের বিশ্বকাপে। এরপর থেকে জাতীয় দলের বাইরে ফরহাদ রেজা। ঘর‍োয়া পর্যায়ে নিয়মিত অলরাউন্ড পারফর্মেন্স দিলেও নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করতে পারেননি তিনি। কিন্তু এবারের বিপিএল, ঢাকা প্রিমিয়ার লীগ টি-টুয়েন্টির পর ঢাকা প্রিমিয়ার লীগের ওয়ানডে ফরম্যাটে অবিশ্বাস্য ধারবাহিকতায় পারফর্ম করে আয়ারল্যান্ড সিরিজের দলে জায়গা করে নেন ফরহাদ রেজা। 


বিপিএলে ১৪ ম্যাচে ১৭ উইকেটের পর প্রিমিয়ার লীগ টি-টুয়েন্টিতে ৪ ম্যাচে ১১ উইকেট নেন তিনি। নিজেকে আরেক উচ্চতায় নিয়ে যান প্রিমিয়ার লীগের ওয়ানডে ফরম্যাটে। ১৬ ম্যাচ খেলে মাত্র ১৬ গড়ে ৩৮ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া বিসিএল, এনসিএল মিলিয়ে এবারের মৌসুমে ১০০ উইকেট শিকার করেছেন রেজা। এর আগের মৌসুমে সংখ্যাটা ছিল ৬৭। 



promotional_ad

নিয়মিত নিজেকে প্রমাণ করার মিশনে ব্যস্ত থাকা ফরহাদ রেজার জন্য আয়ারল্যান্ড সিরিজও পরীক্ষার সিরিজ হতে যাচ্ছে। মিরপুরে অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের আক্ষেপ নিয়ে বলেছেন, 


'আসলে আমাদের জন্য প্রতিদিনই চ্যালেঞ্জের। আমি যেখানেই খেলি সেখানেই প্রতিদিন চ্যালেঞ্জ থাকে এবং পরীক্ষা দিতে হয়। আর যেভাবে প্রস্তুতি নিচ্ছি সেভাবে যদি করতে পারি দেখা যাক কি হয়।'


জাতীয় দলের দরজায় কড়া নাড়ার জন্য ঘরোয়া ক্রিকেটে পারফর্মেন্স থাকা আবশ্যক। তবে বাংলাদেশ ক্রিকেটের প্রেক্ষাপটে বয়স পক্ষে থাকা আবশ্যক। ৩০ পার হলেই বুড়ো, এই ধারনার চর্চা দীর্ঘদিন ধরে চলে আসছে বাংলাদেশ ক্রিকেটে। তবে ৩২ বছর বয়সী ফরহাদ রেজা অবশ্য সহজে হাল ছাড়েননি। গত বছর অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দলে জায়গা পাওয়ায় স্বপ্নের পরিধি আরও প্রসারিত হয়েছিল ৩৪ ওয়ানডে ও ১৩ টি-টুয়েন্টি খেলা ফরহাদের। 



'আশা না হলে তো মানুষ বাঁচবে না। আর আমাদের সবারই লক্ষ্য আমরা যারাই খেলি যতক্ষণ না অবসর নিচ্ছি এই জার্সির জন্য তাঁরা লড়াই করবে।


'আসলে দেখুন আমাকে যদি আপনি সুযোগই না দেন.....আমাকে না, মানে এমন সুযোগগুলো যদি না দেন তাহলে কিভাবে প্রমাণ করব। আর দিনশেষে যারা আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছে তাঁদেরকে তো ঘরোয়া ক্রিকেটেই খেলতে হবে। সেখানে খেলেই তবেই না এই জায়গায় আসতে হবে। ঘরোয়া ক্রিকেটে না খেলে তো আসতে পারবে না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball