promotional_ad

দেশকে দু'হাত ভরে দিতে চাইঃ মুশফিক

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাং লাদেশের জন্য বিশ্বকাপে নিজের সবটুকু নিংড়ে দিতে চান অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। রান বন্যার আসন্ন বিশ্বকাপে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে প্রত্যাশার বাড়তি চাপ নিয়ে খেলতে হবে, বিষয়টি ভালোই জানা বাংলাদেশের হয়ে দুই যুগ ধরে খেলে যাওয়া মুশফিকের। 


বিশ্বকাপে ২১ ম্যাচ খেলা মুশফিক ৫১০ রানের মালিক। গত চার বছরে মুশফিকের পারফর্মেন্স আরও প্রত্যাশা বাড়াচ্ছে। ৫৫ ম্যাচে ৪ সেঞ্চুরিতে ১৯৪১ রান করেছেন তিনি, 


'যদি সুযোগ থাকে তাহরে চেস্টা করব বাংলাদেশ দু'হাত ভরে দিতে,' রবিবার সংবাদ সম্মেলনে বলেছেন মুশফিকুর রহিম। 'তা তো অবশ্যই। এমন একটি বড় আসরে সবাই চায় চোখে পড়ার মত পারফর্মেন্স দিতে। তো আমার মনে হয়, আমিও ব্যতিক্রম নই।'



promotional_ad

ক্যারিয়ারের সেরা ফর্ম সাথে নিয়ে এবারের বিশ্বকাপে যাচ্ছেন মুশফিক। ফর্মের সাথে অভিজ্ঞতার মিশ্রণে পেছনের পারফর্মেন্সে ছাপিয়ে দিতে চান তিনি। 


'কন্ডিশন একটা চ্যালেঞ্জ থাকবে, প্রতিপক্ষ একটা চ্যালেঞ্জ থাকবে। অনেক বড় দর্শক থাকবে। সব কিছু মিলিয়ে এটা আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। কারণ চতুর্থবারের মতো আমি খেলতে যাচ্ছি। শেষ তিনটি বিশ্বকাপে আমি রান করেছি, আমার নিজেরও একটা ব্যক্তিগত লক্ষ্য আছে। এই বিশ্বকাপে যেন সবকিছুকে ছাপিয়ে যেতে পারি। আমি মনে করি সুযোগ আছে, সামর্থ্যও আছে। আমি সেভাবেই চেস্টা করব।' 


ইংল্যান্ড বিশ্বকাপে বড় রান হবে, বড় রান তাড়াও হবে। স্কোর বোর্ডে ৩০০-৩৫০ রান দেখলে চোখ কপালে তুলবে না প্রতিপক্ষ দল। বোলারদের জন্য কঠিন হতে যাওয়া ইংল্যান্ড বিশ্বকাপে ব্যাটসম্যান হিসেবে বাড়তি দায়িত্ব নিতে হবে, যার জন্য মুখিয়ে আছেন মুশফিক, 


'একজন টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে মনে হয়, আমাদের যারাই টপ অর্ডার আছে তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। কারণ যারা টপ অর্ডার আছে স্পেশালি ওয়ানডে ফরম্যাটে টপ অর্ডার রান করলে অনেক বড় একটা রান স্কোর বোর্ডে তুলতে পারেন, প্রায় ৩শ বা সাড়ে ৩শ। আমার মনে হয় এই জিনিসগুলো আমার মাথায় আছে। এবং দল হিসেবে আমরা এগুলো আলোচনা করেছি।'



          



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball