promotional_ad

মাশরাফির শেষটা স্মরণীয় করতে চান মুশফিক

সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


২০১৯ বিশ্বকাপটি মাশরাফি বিন মর্তুজার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। ২০০৭ সাল থেকে সাকিব, মুশফিক ও তামিম টানা তিন বিশ্বকাপে দলে ছিলেন। ২০১১ সাল থেকে খেলছেন আরেক সিনিয়র মাহমুদুল্লাহ রিয়াদ। ঘরের মাঠে ২০১১ বিশ্বকাপ আবার খেলা হয়নি মাশরাফির। ২০০৩ সালের পর ২০০৭, ২০১৫ বিশ্বকাপ খেলেছেন তিনি।


বাকি চারজনের আরও দীর্ঘদিন বাংলাদেশ দলের হয়ে খেলার উজ্জ্বল সম্ভাবনা থাকলেও মাশরাফির জন্য ২০১৯ বিশ্বকাপই শেষ। তাই মাশরাফির জন্য ২০১৯ বিশ্বকাপটি স্মরণীয় করতে চান বাংলাদেশ দলের মিডেল অর্ডারের অন্যতম ভরসা মুশফিকুর রহিম। মিরপুরে রবিবারের অনুশীলন ক্যাম্পের মাঝে সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিম বলেছেন,



promotional_ad

'বিশ্বকাপ সবচাইতে বড় মঞ্চ। এখানে সবাই পারফর্ম করতে চাইবে। মনে হয় এটাই একসাথে হয়তো বা আমাদের শেষ বিশ্বকাপও হতে পারে। মাশরাফি ভাই যদি এরপরে আর বিশ্বকাপ খেলতে না পারে এটাই আমাদের এক সঙ্গে শেষ বিশ্বকাপ। 


'তো আমরা সবাই চাইব মাশরাফি ভাই এর জন্য হলেও যেন বিশেষ কিছু করতে। যেটা কি না স্মরণীয় হতে পারে। আমার মনে হয় এটা অবশ্যই অনেক বড় সুযোগ। একই সাথে আমাদের সুযোগও অনেক বেশি আছে।'


এবারের বিশ্বকাপে বাংলাদেশকে শেষ চারে দেখতে চান মুশফিক। কাজটা কঠিন হলেও অসাধ্য নয়। তবে বিশ্বকাপের আগে দল হিসেবে একত্র হওয়ার জন্য আসন্ন আয়ারল্যান্ড সিরিজও আলাদা গুরুত্ব পাচ্ছে।



'শুধু বিশ্বকাপ না, বাংলাদেশের হয়ে আপনি আন্তর্জাতিক ম্যাচ খেলবেন, একটা টুর্নামেন্ট খেলবেন। এটা গর্ব ও সম্মানের বিষয় যে কোনো ক্রিকেটারের জন্য। আর বিশ্বকাপ তো অবশ্যই অনেক বড় মঞ্চ। আর আমরা তিন-চারজন আছি যারা আমাদের চতুর্থ বিশ্বকাপ খেলতে যাচ্ছি। আমাদের ইচ্ছে আছে এটাকে স্মরণীয় করে রাখার ও শেষ পর্যন্ত যাওয়ার। আমার মনে হয় এটা অসাধ্য কিছুই না। হয়তো বা অনেক কঠিন সাধ্য একটা কাজ।'


মুশফিক আরও বলেন, 'তবে যে কোনো কাজই সহজে অর্জিত হলে সেটার মজাটা আসলে থাকে না। আমি ব্যক্তিগত ভাবে বিশ্বাস করি, আমাদের যথেষ্ট সামর্থ্য আছে নক আউট পর্বে যাওয়ার। আর নক আউট পর্বে গেলে যে কোনো কিছুই ঘটতে পারে। আমাদের সামনে আয়ারল্যান্ড সিরিজটা অনেক গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ডের পর আমাদের অনেকে ম্যাচে ছিলেন। কিন্তু গ্রুপ হয়ে আসা হয়নি। এগুলো অনেক গুরুত্বপূর্ণ। আয়ারল্যান্ড সিরিজ থেকেই সেই ইতিবাচক ছন্দটা ধরতে হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball