promotional_ad

‘ক্ষুধার্ত সাকিব হায়দ্রাবাদকে ভুল প্রমাণ করতে চাইবে’

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশ দলের প্রধান কোচ স্টিভ রোডস মনে করেন, দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকা সাকিব আল হাসান ক্রিকেটের জন্য ক্ষুধার্ত অবস্থায় আছেন। একই সাথে আইপিএলে নিয়মিত একাদশে সুযোগ না পাওয়ায় বিশ্বকাপের মত বড় মঞ্চে ভালো পারফর্মেন্স দিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদকে ভুল প্রমাণ করতে চাইবেন সাকিব, যা বাংলাদেশের ক্রিকেটের জন্য ইতিবাচক দিক।


বিপিএলের ফাইনাল ম্যাচে আঙ্গুলের চোটের শিকার হয়ে প্রায় দুই মাস মাঠের বাইরে ছিলেন সাকিব। বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরে খেলা হয়নি তাঁর। আইপিএল দিয়ে মাঠে ফিরলেও এখন পর্যন্ত মাত্র দুইটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি।



promotional_ad

বৃহস্পতিবার মিরপুরে সংবাদ সম্মেলনে রোডস বলেছেন, ‘সাকিবের ক্ষেত্রে দুটি বিষয় হয়েছে। এক, সে ক্রিকেটের জন্য ক্ষুধার্ত, আপনি যখন অনেক ক্রিকেট খেলে আসছেন, কিন্তু এখন ক্রিকেট থেকে দূরে থাকায় সেই ক্রিকেটের জন্যই ক্ষুধার্ত অবস্থায় আছেন। এটা বাংলাদেশের জন্য বিশ্বকাপে কাজে দিবে।


‘আরেকটি ভালো দিক হচ্ছে, তাঁকে হায়দ্রাবাদ দল থেকে বাদ দেয়া হয়েছে। তাঁর অনেক কিছু প্রমাণ করার আছে, বিশ্বকাপে যখন সে খেলবে, সে দেখাতে চাইবে তাঁকে বাদ দিয়ে ভুল করেছে। আমি মনে করি সাকিবের সাথে যা হচ্ছে তা ভালোই হচ্ছে। আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট এটা থেকে লাভবান হবে।‘


গত ২৪ মার্চ আইপিএলে প্রথম ম্যাচ খেলেছিলেন সাকিব। এরপর এক মাস পর ২৩ এপ্রিল হায়দ্রাবাদ ও চেন্নাই এর ম্যাচ দিয়ে ক্রিকেটে ফিরেছেন তিনি। ইনজুরি থেকে ফেরার পর এক মাসের ব্যবধানে মাত্র দুটি ম্যাচ খেললেও নিজের সেরা ফর্মে ফিরছেন তিনি। রোডসের বিশ্বাস, আইপিএলে আরও দুই-একটি ম্যাচ খেললে মানসিক ও শারীরিক ভাবে শতভাগ ফিট সাকিবকে পাবে বাংলাদেশ।



‘এটা একটা কারণ, আমি আশা করছিলাম সাকিব ভারতেই থাকুক এবং দুই একটা ম্যাচ খেলুক। আমি একটু চিন্তায় ছিলাম, তাঁর অনুশীলন নিয়ে। কিন্তু সে অনুশীলনের সুযোগ পাচ্ছে। আমি তাঁকে টিভিতে দেখেছি, তাঁকে মেসেজও পাঠিয়েছি। তাঁকে যথেষ্ট ফিট ও মনে হয়েছে। ফিল্ডিংয়ে তাঁকে যথেষ্ট দ্রুত মনে হয়েছে। আমি সন্তুষ্ট। আমি আশা করি ওরা তাঁকে আরও দুই এক ম্যাচ খেলার সুযোগ দিবে। বিশ্বের সেরা অলরাউন্ডারেও কিছু ম্যাচ খেলা দরকার পড়ে।‘



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball