promotional_ad

আয়ারল্যান্ডে বিশ্রাম দিয়ে ম্যাচ খেলানোর প্রস্তাব তামিমের

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


মে মাসের শুরুতে আয়ারল্যান্ড সফর দিয়ে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন শুরু হবে। মে মাসের ৩০ তারিখ থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে নয়টি ম্যাচের সাথে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ফাইনাল ছাড়াই মোট ১৩টি ওয়ানডে ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে।


বাংলাদেশ দল পহেলা মে আয়ারল্যান্ড সফরে যাবে। উইন্ডিজ ও স্বাগতিক আয়ারল্যান্ডের সাথে দুটি করে ম্যাচ খেলবে বাংলাদেশ। টানা ক্রিকেটের ধকল বয়ে আনতে পারে ইনজুরি। তাই বিশ্বকাপের আগে ক্রিকেটাদের বিশ্রাম দিয়ে খেলানোর কথা বলেছেন জাতীয় দলের তারকা ওপেনার তামিম ইকবাল।    



promotional_ad

বুধবার মিরপুরে অনুশীলন শেষে তামিম বলেছেন, ‘নেতিবাচক কিছু যদি ধরতে হয় তাহলে একটাই নেতিবাচক দিক আছে। সেটা হলো, আমরা হয়তো বা দেড় মাসের মধ্যে ১৩-১৪টা ম্যাচ খেলবো। এটাই নেতিবাচক দিক। তাছাড়া আর কোন কিছু আমি দেখি না। কারণ, ওইসব কন্ডিশনে আমরা খুব বেশি খেলার সুযোগ পাই না।


‘আমার কাছে মনে হয়, বিশ্রাম দিয়ে খেলানো আসল চাবিকাঠি হবে, যখন যার বিশ্রাম দরকার হয়। কারণ, আমরা সবাই জানি যে বিশ্বকাপে আপনি বিশ্রাম নিতে পারবেন না। তাই আয়ারল্যান্ড গুরুত্বপূর্ণ হবে যে আমাদের ওখানে পাঁচটা ম্যাচ খেলার সুযোগ থাকবে। কিন্তু ওখানেও দুইটা-একটা ম্যাচ করে যদি একটু পরিবর্তন করা হয়, সবাইকে সতেজ রাখার জন্য, তাহলে ভালো হবে।‘


তামিম নিজেকে সতেজ রাখার জন্য সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার লীগ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। ব্যক্তিগতভাবে নিজের ফিটনেস নিয়ে কাজ করে সফল হয়েছেন তামিম।



‘আমি সন্তুষ্ট। আমার মূলত যে জিনিসটা ছিল, ব্যাটিংয়ের চেয়েও বেশি হলো শারীরিক ফিটনেস। আমি যে লক্ষ্য নিয়ে ঢাকা প্রিমিয়ার লীগ খেলি নি, আমার মনে হয় সেই লক্ষ্যটা পূরণ হয়েছে।‘



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball