promotional_ad

৩৪০-৩৫০ রানে অভ্যস্ত নয় বাংলাদেশ, তামিমের স্বীকারোক্তি

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ইংল্যান্ডের মাঠে গত কয়েক বছর ধরে ওয়ানডে ফরম্যাটে অহরহ তিনশ ছাড়ানো স্কোর তাড়া হতে দেখা গেছে। আসন্ন বিশ্বকাপেও একই চিত্র দেখা যাবে। সাদা কুকাবুরা বল ইংলিশ কন্ডিশনেও খুব একটা সুইং করে না। সোজা ব্যাটে খেলে সহজেই দ্রুত রান তোলা যায়।


কিন্তু বাংলাদেশ দল ঐতিহ্যগতভাবে বড় স্কোর তাড়া করার ক্ষেত্রে সফল দল নয়। এখন পর্যন্ত মাত্র তিনবার তিনশ ছাড়ানো স্কোর তাড়া করে ওয়ানডে জেতার রেকর্ড আছে বাংলাদেশের। এর মধ্যে দুইবারই অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ স্কটল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে।


বড় স্কোর তাড়া করার ক্ষেত্রে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে, অকপটে স্বীকার করলেন দলের অন্যতম ব্যাটিং ভরসা তামিম ইকবাল। ‘দেখুন, এই একটা জিনিস যেটায় আমরা খুব একটা অভ্যস্ত নই, ৩৪০-৩৫০ তাড়া করার ক্ষেত্রে,’ বুধবার মিরপুরে অনুশীলন ক্যাম্প শেষে সাংবাদিকদের বলেছেন তামিম ইকবাল।



promotional_ad

‘সাথে এটাও আমরা জানি যে, বিশ্বকাপে হয়তো বেশিরভাগ ম্যাচেই আমাদের ২৮০-৩০০-৩২০ তাড়া করতে হবে। আমাদের উপায় খুঁজে বের করতে হবে। এই কারণেই এই ট্রেনিং সেশনগুলো বা যে পাঁচটা ম্যাচ আমরা খেলবো আয়ারল্যান্ডে, সেগুলো এত গুরুত্বপূর্ণ।‘


বড় রান করতে এবং তাড়া করে জেতার জন্য আদর্শ কন্ডিশন বাংলাদেশে খুব একটা পাওয়া যায় না। বাংলাদেশ তাদের বেশীরভাগ ক্রিকেট খেলে মিরপুরের হোম অব ক্রিকেটে, যেখানে উইকেট বেশীরভাগ সময় মন্থর আচরণ করে। কিন্তু বিশ্বের বাকি দলগুলো ওয়ানডে ক্রিকেটের জন্য ব্যাটিং সহায়ক উইকেটকেই আদর্শ মনে করে। এক কথায়, সারা পৃথিবী যেভাবে ওয়ানডে ক্রিকেট খেলছে, বাংলাদেশ খেলছে ঠিক উল্টো ভাবে।


‘আমাদের ইতিহাস ঘেটে দেখলে হয়তো দেখা যাবে, আমরা খুব বেশি বার এরকম রান তাড়া করি নাই। তার অনেক বড় কারণ হলো, আমরা যেখানে খেলি, সেখানে ৩০০ রান খুব বেশি হয় না,‘ বলেছেন তামিম।


সামনে বিশ্বকাপ, এমন অবস্থায় ঘরের মাঠের কন্ডিশনের অজুহাত দিয়ে রাক্ষা মিলবে না। যার কারণে মানসিক ভাবে বড় স্কোর তাড়া করার জন্য প্রস্তুতি নিতে হবে বাংলাদেশকে।



‘আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে আমাদেরকে বড় রান তাড়া করতে হবে। আমার মনে হয়, ৩০০ রানে কোন প্রতিপক্ষকে আটকাতে চাইলেও বোলারদেরকে খুব ভালো বল করতে হবে। দুয়েকটা দিন ব্যতিক্রম যেতে পারে যেদিন আপনি ২৪০-২৫০ রানে অলআউট করে দিতে পারেন। আমার কাছে মনে হয়, ইংল্যান্ডে ৩০০ রান তাড়া করা সহজ। সুতরাং এটার জন্য আমাদের প্রস্তুত হইতে হবে।‘



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball