বিশ্বকাপে শ্রীলঙ্কার তুরুপের তাস মালিঙ্গাঃ ভাস

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে শ্রীলংকা দলের হয়ে মুখ্য ভূমিকা পালন করবেন পেসার লাসিথ মালিঙ্গা। বিশ্বকাপের জন্য ঘোষিত লঙ্কান স্কোয়াডে দলের সবচেয়ে অভিজ্ঞ এই ক্রিকেটারেরকে লঙ্কানদের তুরুপের তাস মনে করেছেন সাবেক পেসার চামিন্দা ভাস।
এই নিয়ে চতুর্থবারের মত বিশ্বকাপের আসরে খেলছেন মালিঙ্গা। বয়স ৩৫ হলেও এখনও দলের জন্য শতভাগ দিয়ে যাচ্ছেন তিনি। বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নেয়ার জন্য কঠোর পরিশ্রমও করেছেন এই লঙ্কান।
চলতি আইপিএলে মুম্বাইয়ের জার্সিতে ম্যাচ খেলা শেষেই দেশে গিয়ে পরের দিন শ্রীলংকার ঘরোয়া লীগে মাঠে নেমেছেন মালিঙ্গা। সব মিলিয়ে অভিজ্ঞ মালিঙ্গার উপর আস্থা রাখতে চাইছেন ভাস। তাঁর ভাষায়,

'দলের জন্য সে তাঁর শতভাগ দিয়েছে। আমরা দেখেছি সে একদিনে আইপিএল খেলার পর শ্রীলংকার ঘরোয়া লীগেও অংশ নিয়েছে।
'তাঁর প্রতিশ্রুতি এখানেই বোঝা যায়। দেশকে সে কতটুক দিতে প্রস্তুত। আসন্ন বিশ্বকাপে শ্রীলংকা দলের জন্য মুখ্য ভুমিকা পালন করবে সে।'
সম্প্রতি সময়ে দল হিসেবে ভালো পারফর্ম করছে না শ্রীলংকা। যার প্রভাব পড়েছে বিশ্বকাপের স্কোয়াডেও। চান্দিমাল-থারাঙ্গাদের মত ক্রিকেটারদের রেখেই বিশ্বকাপে যাচ্ছে ১৯৯৬ সালের চ্যাম্পিয়নরা।
ভাস মনে করেন, সব দিক বিবেচনায় রেখেই বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে নির্বাচকরা। যারা স্কোয়াডে আছেন, তাঁরা নিজেদের সেরাটা দিলেই বিশ্বকাপে ভালো কিছু করবে লঙ্কানরা।
'বিগত কয়েক মাসে আশানুরূপ পারফর্ম করতে পারে নি শ্রীলংকা। বিশ্বকাপের জন্য যে দল ঘোষণা করা হয়েছে আমার কাছে মনে হয় নির্বাচকরা চিন্তা ভাবনা করে সঠিক দলই সাজিয়েছে।
'আমাদের এখান থেকেই সামনে এগিয়ে যেতে হবে, দলের সবাইকে পারফর্ম করতে হবে দেশের জন্য নিজেদের সেরাটা দিতে হবে।' (ভাসের ভাষ্যমতে)