promotional_ad

সৌম্যর ইতিহাস গড়া ডাবল সেঞ্চুরি

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সংক্ষিপ্ত স্কোরঃ


শেখ জামাল ধানমন্ডিঃ ৩১৭/৯ (৫০ ওভার) (তানবির-১৩২*, সানি-৪৫*; মাশরাফি-৪/৫৬, সৌম্য-১/৪৭)


আবাহনী লিমিটেডঃ ৩১১/০ (৪৫.১ ওভার) (জহুরুল-১০০*, সৌম্য-২০০*; মেহরাব-০/৩৫, নাসির-০/৩৩) 


সৌম্যর ডাবল সেঞ্চুরিঃ মাত্র ৮১ বলে সেঞ্চুরি তুলে নেয়ার পর আরও বিধ্বংসী রূপ ধারন করেছেন সৌম্য সরকার। ১৫টি ছয় এবং ১৪টি চারের সাহায্যে মাত্র ১৪৯ বলে লিস্ট এ ক্রিকেটে নিজের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন জাতীয় দলের এই ব্যাটসম্যান।


একই সাথে লিস্ট এ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি হাঁকানো প্রথম ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। এর আগে সর্বোচ্চ ১৯০ রানের ইনিংসটি ছিল রকিবুল হাসানের। এবার তাঁকে টপকে গেলেন সৌম্য। আর তাঁর এই ইনিংসের সুবাদে বিনা উইকেটে জয়ের দ্বারপ্রান্তে রয়েছে আবাহনী।  



promotional_ad

টানা দ্বিতীয় সেঞ্চুরি সৌম্যরঃ লিজেন্ডস অফ রুপগঞ্জের বিপক্ষে ৭৯ বলে ১০৬ রানের বিধ্বংসী ইনিংস খেলার পর আজ শেখ জামাল ধানমন্ডির বিপক্ষেও মারমুখী ভঙ্গীতে ব্যাটিং করছেন আবাহনীর ওপেনার সৌম্য সরকার।


৫২ বলে নিজের হাফসেঞ্চুরি তুলে নেয়ার পরই হাত খুলে খেলা শুরু করেন তিনি। ৮টি ছয় এবং ৮টি চারের সাহায্যে মাত্র ৮১ বলে টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। প্রথম পঞ্চাশ রান করতে ৫২ বল নিলেও পরবর্তী পঞ্চাশ মাত্র ২৯ বলে করেছেন সৌম্য। 


জহুরুলের পর সৌম্যর হাফসেঞ্চুরিঃ দারুণ ব্যাটিং করে এরই মধ্যে নিজের হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন ওপেনার জহুরুল ইসলাম এবং সৌম্য সরকার। 


দারুণ সূচনা আবাহনীরঃ শেখ জামালের ছুঁড়ে দেয়া ৩১৮ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনার সৌম্য সরকার এবং জহুরুল ইসলামের ব্যাটে দারুণ সূচনা করেছে আবাহনী। এরই মধ্যে দলকে পঞ্চাশ রান পার করিয়েছেন তারা। 


এর আগে আবাহনী লিমিটেডের বিপক্ষে আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে ৩১৭ রানের বিশাল পুঁজি দাঁড় করাতে সক্ষম হয়েছিল নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আর এই পাহাড়সম রানের পেছনে মূল কৃতিত্ব ছিল অলরাউন্ডার তানবির হায়দারের।


দলের বিপর্যয়ে হাল ধরে ১১৫ বলে ১৩২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। যেখানে হাঁকিয়েছেন ৬টি ছয় এবং ১০টি চার। তানবির ছাড়া ইলিয়াস সানি ৪৫, মেহরাব হোসেন ৪৪ এবং ওপেনার ফারদিন হাসান ৩৪ রান করেছেন। 



আবাহনীর পক্ষে আজ দারুণ বোলিং করেছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ১০ ওভার বোলিং করে ৫৬ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন তিনি। আর ১টি করে উইকেট নিয়েছেন সৌম্য সরকার, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান মিরাজ এবং মোসাদ্দেক হোসেন সৈকত।  


সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে অনুষ্ঠিত এই ম্যাচটিতে শুরুতে টসে জিতে আবাহনীর বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ জামাল ধানমন্ডির অধিনায়ক নুরুল হাসান সোহান।


তবে এরপর ব্যাটিং করতে নেমে আবাহনীর বোলিং তোপে মাত্র ৮৫ রানের মাথায় ৫ উইকেট খুইয়ে বিপদে পড়ে তারা। তবে এরপরেই ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তোলেন তানবির হায়দার। ইলিয়াস সানিকে সাথে নিয়ে ৯১ রানের জুটি গড়ে দলকে বিপদমুক্ত করেন তিনি। 


১৭৬ রানের মাথায় সানিকে ফিরিয়ে এই জুটি ভেঙ্গেছিলেন আবাহনীর পার্ট টাইম বোলার সৌম্য সরকার। সানি ফিরলেও পরবর্তীতে মেহরাব হোসেনকে সাথে নিয়ে ৯৮ রানের আরেকটি বিশাল জুটি গড়েন তানবির। ২৭৪ রানের সময় মেহরাবকে ফিরিয়ে এই জুটি ভাঙ্গতে সক্ষম হন মাশরাফি।


এরপরে অবশ্য কিছুটা ছন্দ পতন হয়েছিল শেখ জামালের। ২৭৮ রানে ৯ উইকেট হারিয়ে অলআউটের শঙ্কায় পড়েছিলো দলটি। তবে শেষ পর্যন্ত আর ???েই পরিস্থিতিতে পড়তে হয়নি তাদের। কারণ ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে বড় পুঁজি এনে দিয়ে মাঠ ছেড়েছেন দোলেশ্বরের বিপক্ষে গত ম্যাচে হাফসেঞ্চুরি হাঁকানো তানবির। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball