promotional_ad

ভিন্ন নাসিরকে দেখছেন শেখ জামাল কোচ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরের শুরুতে ব্যাটে-বলে ছন্দে ছিলেন না শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অলরাউন্ডার নাসির হোসেন। তবে টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সময়ে ফর্মে ফিরেছেন তিনি। 


বিশেষ করে আবাহনীর বিপক্ষে তাঁর পারফর্মেন্স ছিল দুর্দান্ত। শেখ জামালের প্রধান কোচ সোহেল ইসলাম সম্প্রতি সংবাদমাধ্যমের সাথে আলাপকালে জানিয়েছেন আবাহনীর বিপক্ষে তিনি ভিন্ন নাসিরকে দেখেছেন।



promotional_ad

'লীগের প্রাথমিক পর্যায়ে সে (নাসির) সামর্থ্য অনুযায়ী পারফর্মেন্স করতে পারেনি কিন্তু আবাহনীর বিপক্ষে ম্যাচটিতে ব্যাটে বলে তাঁর পারফর্মেন্স অন্যরকম ছিল।'


মাশরাফিদের বিপক্ষে মাত্র ২৪ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে একাই ধসিয়ে দিয়েছিলেন দলটিকে। এরপর ব্যাট হাতেও সামর্থ্যের প্রমাণ দিয়েছেন নাসির। খেলেছেন ৪৫ বলে ৫৬ রানের ইনিংস।


এই ম্যাচে জয়ের ফলেই সুপার সিক্সে খেলার সুযোগ পায় শেখ জামাল। এই ম্যাচের পারফর্মেন্স নাসিরকে আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে বলে মনে করেন শেখ জামাল কোচ। খেলোয়াড়রা ফর্মে থাকলে খেলার ধরণটাই ভিন্ন হয় বলে মনে করেন সোহেল ইসলাম।



'যখন আপনি ফর্ম ফিরে পাবেন তখন অবশ্যই খেলাটার ধরণ অন্যরকম হবে। মনে হচ্ছে এটা তার আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে এবং কোনো সমস্যা ছাড়াই চাহিদা মেটাচ্ছে (দলের)।'


ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরে ১৫ ম্যাচে ৪২৭ রান করেছেন নাসির। ব্যাট হাতে এক সেঞ্চুরি ও এক হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball