promotional_ad

পথের কাঁটা শেখ জামাল

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


শেখ জামাল ধানমন্ডি ক্লাব ঢাকা প্রিমিয়ার লীগের শিরোপার দৌড়ে এগিয়ে না থাকলেও শেষ রাউন্ডের ম্যাচে সবার চোখ থাকবে সোহানদের দিকে। বিকেএসপিতে আবাহনীর বিপক্ষে শেখ জামালের ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে ঢাকা লীগের চ্যাম্পিয়নশিপ।


সমান ২৪ পয়েন্ট নিয়ে সুপার লীগের পয়েন্ট টেবিলে প্রথম ও দ্বিতীয় স্থান ধরে রেখেছে আবাহনী ও লিজেন্ডস অব রূপগঞ্জ। রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে আছে গতবারের চ্যাম্পিয়ন আবাহনী। চ্যাম্পিয়ন হতে হলে মিরপুরের মাঠে শেষ ম্যাচে প্রাইম ব্যাংকের বিপক্ষে লিজেন্ডস অব রূপগঞ্জকে জিততেই হবে।


একই সাথে তাকিয়ে থাকতে হবে বিকেএসপির মাঠে, শেখ জামাল ও আবাহনীর ম্যাচের দিকে। কারণ রান রেটে পিছিয়ে থাকায় আবাহনীর পরাজয় ছাড়া লিজেন্ডসদের শিরোপা জয়ের কোনো সুযোগ নেই।



promotional_ad

আবাহনীর জন্য সমীকরণটি আরও সোজা। শেখ জামালকে হারালেই শিরোপা নিজেদের ঘরে রাখতে পারবে ধানমন্ডির জায়ান্টরা। আবাহনীর বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন শেখ জামালের প্রধান কোচ সোহেল ইসলাম,


‘আমরা সাধারণত জয়ের জন্যই খেলি। আমরা টুর্নামেন্ট শেষ করতে চাই জয় দিয়ে, মাথা উঁচু করে। আমরা গ্রুপ পর্বে আবাহনীকে হারিয়েছি। আমরা একই পারফর্মেন্স শেষ ম্যাচের দেখাতে আত্মবিশ্বাসী,' বলেছেন তিনি। 


গত ঢাকা প্রিমিয়ার লীগে আবাহনীকে চ্যাম্পিয়ন করিয়েছিলেন শেখ জামালের নাসির হোসেন। এবার সেই নাসিরকে বাদ দিয়ে দল সাজিয়েছিল আবাহনী। আবাহনীর বিপক্ষে শেখ জামালের বড় জয়ের দিন ব্যাটে বলে নায়ক ছিলেন সেই নাসির। অথচ লীগের শুরুতে সম্পূর্ণ অচেনা মনে হচ্ছিল নাসিরকে।


‘সে শুরুর দিকে নিজের সামর্থ্য অনুযায়ী খেলেনি। কিন্তু আবাহনীর বিপক্ষে সম্পূর্ণ ভিন্ন নাসিরকে দেখা গেছে। দেখে মনে হচ্ছে সে পুরনো ফর্ম ও আত্মবিশ্বাস খুঁজে পেয়েছে।‘



রূপগঞ্জের বিপক্ষে আবাহনীর ওপেনার সৌম্য সরকারও একই পথে হেঁটেছেন। পুরো আসর জুড়ে না খরায় থাকা সৌম্যর বিধ্বংসী সেঞ্চুরিতেই শিরোপার দৌড়ে এগিয়ে গিয়েছে আবাহনী। শেখ জামালের বিপক্ষেও একই পারফর্মেন্স ধরে রাখতে চাইবেন এই বাঁহাতি ড্যাশিং ওপেনার। তিনি বলেছেন,


‘হ্যাঁ অবশ্যই। প্রিমিয়ার লীগে যতগুলো ম্যাচ খেলেছি আমি ভালো করি নি। তারপরও টিম ম্যানেজমেন্ট খেলিয়েছে। আমারও একটা চিন্তা ছিল আজকে বড় ম্যাচ, বড় ম্যাচে যদি কিছু করতে পারি, তাহলে আমার নিজের কাছেও ভালো লাগবে, টিমেরও অনেক উপকার হবে। এমন একটা প্ল্যান ছিল।


‘চাপ বলতে, নিজের কাছে খারাপ লাগা ছিল। নিজে রান করতে পারছি না। কিছুদিন আগে ন্যাশনাল টিমে রান করে আসছি। নিজের কাছে খারাপ লাগছিল ওইখানে রান করে এসে এখানে রান করছি না। একটু চাপও কাজ করছিল, যে কেনো কি ভুল করছি। এই গুলো নিয়ে নিজের ভেতরে অনেক প্রশ্ন ছিল। স্কিলের পাশাপাশি কেনো এমন হচ্ছে দেখছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball