promotional_ad

হারের বৃত্তে কলকাতা, ঘরের মাঠে আত্মবিশ্বাসী হায়দ্রাবাদ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টানা তিন ম্যাচে হারের পর চেন্নাই সুপার কিংসের বিপক্ষে জিতে হারের বৃত্ত থেকে বের হয়েছে কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দ্রাবাদ। অন্যদিকে টানা চার ম্যাচে পরাজিত হয়ে নাজুক অবস্থায় আছে দীনেশ কার্তিকের কলকাতা নাইট রাইডার্স।


বর্তমানে সমান ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম এবং ষষ্ঠ স্থানে আছে দুই দল। সুতরাং দুই দলের সামনেই সুযোগ রয়েছে এই ম্যাচ জিতে কিংস ইলেভেন পাঞ্জাবকে টপকে টেবিলের চতুর্থ স্থানে উঠে আসার। 


তাই জয় ছাড়া অন্য কোন কিছু চিন্তা করছে না হায়দ্রাবাদ এবং কলকাতা। সেই লক্ষ্যই হায়দ্রাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় মাঠে নামছে দুই দল।



promotional_ad

গুরুত্বপূর্ণ এই ম্যাচে হায়দ্রাবাদের সবচেয়ে বড় দুশ্চিন্তা দলের মিডেল অর্ডার। টপ অর্ডারে ওয়ার্নার এবং বেয়ারস্টো রান পেলেও মিডেল অর্ডার ব্যাটসম্যানরা নিজেদের মেলে ধরতে পারছেন না। 


যেকারণে বড় দুশ্চিন্তায় আছে হায়দ্রাবাদ শিবির। প্লে-অফে জায়গা করে নিতে হলে টপ অর্ডারের পাশাপাশি মিডেল অর্ডারকেও জ্বলে উঠতে হবে দলের জন্য। তাই কলকাতার বিপক্ষেই মিডেল অর্ডারের দিকে চেয়ে থাকবে টম মুডির শিষ্যরা।


অন্যদিকে কলকাতাও চাইবে ঘুরে দাঁড়াতে। আন্দ্রে রাসেল ছাড়া দলের কোন ক্রিকেটারই নিজের সেরাটা দিতে পারে নি এখন পর্যন্ত। তাই এই ম্যাচে জিততে হলে জ্বলে উঠতেই হবে। 


গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে পরিবর্তন আনতে পারে কলকাতা। রবিন উথাপ্পাকে বসিয়ে একাদশে নিখিল নায়েককে খেলাতে পারেন অধিনায়ক দীনেশ কার্তিক। এছাড়া বোলিং আক্রমণেও পরিবর্তন আনতে পারে দলটি।



দুই দলের নিজেদের শেষ দেখায় শেষ হাসি হেসেছিল কলকাতা নাইট রাইডার্স। হায়দ্রাবাদের হাত থেকে জয় ছিনিয়ে নিয়ে গিয়েছিলেন আন্দ্রে রাসেল এবং শুভমান গিল। 


সানরাইজার্স হায়দ্রাবাদ সম্ভাব্য একাদশঃ ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো , কেন উইলিয়ামসন (অধিনায়ক), বিজয় শংকর, দীপক হুদা  ইউসুফ পাঠান, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, শাবাজ নাদিম, সন্দীপ শর্মা, খালিল আহমেদ


কলকাতা নাইট রাইডার্স সম্ভাব্য একাদশঃ  ক্রিস লিন, সুনীল নারাইন, নিতিশ রানা, রবিন উথাপ্পা/ নিখিল নায়েক, দিনেশ কার্তিক (অধিনায়ক ও উইকেটরক্ষক), শুভমান গিল, আন্দ্রে রাসেল, পীযুষ চাউলা, কুলদীপ যাদব, প্রশিধ কৃষ্ণা, হ্যারি গার্নি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball