৩৭৭ রানে আবাহনীর রেকর্ড

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা প্রিমিয়ার লীগে রবিবার লিজেন্ডস অফ রুপগঞ্জের বিপক্ষে ৬ উইকেট হারিয়ে ৩৭৭ রান স্কোরবোর্ডে তুলেছে আবাহনী লিমিটেড। যা ডিপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর।
এদিন প্রথমে ব্যাট করে সৌম্য সরকারের ১০৬, মোহাম্মদ মিঠুনের ৬৪ এবং জহুরুল ইসলাম অমির ৭৫ রানের উপর ভর করে ৩৭৭ রানের পুঁজি পায় দেশের শীর্ষ স্থানীয় এই ক্লাবটি।

ডিপিএলের সর্বোচ্চ ৫টি দলীয় স্কোরের সবকটি এখন আবাহনীর দখলে। গেল আসরে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ৪ উইকেটে ৩৯৩ রানের পুঁজি পেয়েছিল খালেদ মাহমুদ সুজনের শিষ্যরা।
যা ডিপিএল ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর। রবিবারের ৩৭৭ ছাড়াও রুপগঞ্জের বিপক্ষেই গেলবার ৬ উইকেটে ৩৭৪ রান করেছিল আবাহনী।
চতুর্থ এবং পঞ্চম সর্বোচ্চ দলীয় স্কোর দুটি চিরপ্রতিদ্বন্দ্বী মহামেডানের বিপক্ষে। ২০১৬ সালে ৫ উইকেট হারিয়ে ৩৭১ রান স্কোরবোর্ডে তুলেছিল তাঁরা।
এরপরের বছর ৬ উইকেটে ৩৬৬ রানের পুঁজি পেয়েছিল আবাহনী। অবাক করার বিষয়, আবাহনীর গড়া এই পাঁচটি স্কোরই বিকেসপির তিন নম্বর মাঠে।