লেগ স্পিন-ফিঙ্গার স্পিন বিতর্ক ও সাকিবের ব্যাখ্যা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
গত কয়েক বছর ধরে টি-টুয়েন্টি ও ওয়ানডে ক্রিকেটে ফিঙ্গার স্পিনারদের তুলনায় লেগ স্পিনারদের প্রাধান্য দেয়া হচ্ছে। প্রায় প্রতিটি দলই একজন লেগ স্পিনারকে নিয়ে দল সাজানোর চেষ্টা করে। যার ফলে ফিঙ্গার স্পিনারদের চাহিদা কমে আসছে। সাকিব আল হাসান, টি-টুয়েন্টি ক্রিকেটে ৩৪৫ উইকেট নেয়া বাংলাদেশি তারকা অলরাউন্ডারও লেগ স্পিনার ও ফিঙ্গার স্পিনারের প্রতিযোগিতার উত্তাপ পাচ্ছে।
আইপিএলে হায়দ্রাবাদ দলে লেগ স্পিনার রশিদ খানকেই সবার আগে প্রাধান্য দিচ্ছে টিম ম্যানেজম্যান্ট। রশিদ প্রত্যেক ম্যাচে একাদশে থাকায় টিম কম্বিনেশনের কারণে সাকিব কিংবা কেন উইলিয়ামসনের মত বিদেশী ক্রিকেটাররা বেঞ্চে বসে থাকছেন।
সাদা বলের ক্রিকেটে ফিঙ্গার স্পিনারদের টিকে থাকা কঠিন, অকপটেই স্বীকার করছেন সাকিব। তাঁর ভাষায়, 'কঠিন। বিশেষ করে অফস্পিনারদের জন্য এটা খুব কঠিন। যদি আপনি লেগস্পিনার হন, তাহলে কিছুটা সুবিধা পান। কিন্তু বেশির ভাগ মাঠ তেমন বড় নয়।

'আর এটা এমন ফরম্যাট, যেখানে ব্যাটসম্যানরা সবসময় চড়াও হয়ে থাকে। এই ফরম্যাটে টিকে থাকতে কিংবা ভালো করতে হলে আপনাকে যে কোনও কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে।'
তবে সাকিবের বিশ্বাস, তিন থেকে চার বছরের মধ্যে লেগ স্পিনারদের এই আধিপত্য কমে আসবে। কারণ ব্যাটসম্যানরা ধীরে ধীরে লেগ স্পিনের বিপক্ষে নিজেদেরকে আরও পারদর্শী করে তুলবে।
'কারণ এটা কিছুটা ব্যতিক্রম। ৫ থেকে ১০ বছর আগে এমন বোলার ছিল খুব কম। শেন ওয়ার্ন ও অনিল কুম্বলে ছাড়া খুব বেশি লেগস্পিনারদের নাম আপনি বলতে পারবেন না। তাই লেগস্পিনারদের মোকাবিলায় অভ্যস্ত নয় ব্যাটসম্যানরা। এটা খেলোয়াড়দের কাছে নতুন। যখন তারা অভ্যস্ত হবে তখন লেগস্পিনারদের ভিন্ন পরিকল্পনা নিয়ে নামতে হবে মাঠে।
'৩ থেকে ৪ বছরের মধ্যে এটা হবে। কারণ আজকাল সব দলেই একজন বা দুজন লেগস্পিনার দেখা যায়। তাই ব্যাটসম্যানরা চেষ্টা করছে সেভাবে খেলতে।আর তাদের বিপক্ষে ভালোই খেলছে। যখন তারা আরও ভালো খেলতে থাকবে, তখন আরও উন্নত পরিকল্পনা নিয়ে লেগস্পিনাররা মাঠে নামবে।'
সূত্রঃ ক্রিকইনফো