হায়দ্রাবাদের সাইডলাইনে বসে হতাশ সাকিব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব। এরপর থেকেই হায়দ্রাবাদের সাইডলাইনে জায়গা হয়েছে তাঁর। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব জানিয়েছেন সাইডলাইনে বসে থাকা হতাশাজনক।
একাদশে সুযোগ না মিললেও, নেটে নিজের ফিটনেস নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন এই অলরাউন্ডার। মূলত দলের ভারসাম্যের কারণেই হায়দ্রাবাদের একাদশে জায়গা হচ্ছে না সাকিবের। তাই এটা মেনে নিচ্ছেন তিনি।

‘বলতে পারি এটা দুর্ভাগ্যজনক, এটা হতাশাজনক। কিন্তু একই সঙ্গে আমাকে পরিস্থিতিটাও বুঝতে হবে। নেটে আমি আমার সেরাটা দিচ্ছি, দক্ষতা আর ফিটনেস নিয়ে কঠোর পরিশ্রম করছি। আমি সুযোগের অপেক্ষায় আছি। সুযোগ পেলেই সেটা পুরো কাজে লাগাতে চেষ্টা করবো।’
হায়দ্রাবাদের একাদশে জায়গা পাওয়ার হাল ছেড়ে দেননি সাকিব। তিনি সুযোগের অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন। সুযোগ পেলেই যেন নিজের সেরাটা দিতে পারেন সেই কারণে নিজেকে তৈরি করছেন। অন্য বিদেশীরা ভালো খেলায় একাদশে থাকা কঠিন বলে মনে করেন সাকিব।
‘এবার তেমন খেলতে পারিনি। এটা খুব দুর্ভাগ্যজনক। কিন্তু একই সঙ্গে বলব বড় প্রেক্ষাপটে যদি দেখি এখানে বিদেশীরা সবাই খুব ভালো করছে। ফলে এই অবস্থায় ম্যাচ পাওয়াটা কঠিন ছিল।’
সাকিব অবশ্য আইপিএলে আর বেশিদিন থাকার সুযোগ পাচ্ছেন না। ইতিমধ্যে বাংলাদেশ দলের বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা হয়ে গেছে। অনুশীলন শুরু হলেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন তিনি।