স্মিথের অধিনায়কত্ব নিয়ে বিসিসিআইয়ের প্রশ্ন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শনিবার আজিঙ্কা রাহানেকে সরিয়ে স্টিভ স্মিথকে অধিনায়ক ঘোষণা করেছে আইপিএলের দল রাজস্থান রয়্যালস। এরপর স্মিথের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছে খোদ বিসিসিআই।
ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্ত আমলে নিয়ে ২০১৮ সালের আইপিএলে নিষিদ্ধ করা হয়েছিল স্মিথ এবং ওয়ার্নারকে। সঙ্গে তাদের অধিনায়কত্ব থেকেও নিষিদ্ধ করা হয়েছিল আরও এক বছর।

ক্রিকেট অস্ট্রেলিয়া এক বির্বৃতিতে জানিয়েছিল, ভবিষ্যতে কখনোই আর তাদের অধিনায়কের কোনো পদে বিবেচনা করা হবে না। এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন বিসিসিআইয়ের কর্মকর্তা।
'সিওএ ক্রিকেট অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের নিষিদ্ধ করার সিদ্ধান্ত আমলে নিয়েছিল এবং আইপিএলের শেষ সংস্করণ থেকে তাদের নিষিদ্ধ করেছিল। তাহলে অধিনায়কত্বের নিষেধাজ্ঞার কি হবে? এটা কি গণনা করা হবে না? কিসের সুবিধার্থে সিওএ এটা বাস্তবায়ন করবে না? ফ্র্যাঞ্চাইজিকে অবশ্যই এর উত্তর দিতে হবে। কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেশনকেও এটা মনে রাখতে হবে।'
বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি সি.কে. খান্না, আইপিএলের চেয়ারম্যান রাজীব শুক্লা ও ভারপ্রাপ্ত সম্পাদক অমিতাভ চৌধুরির সাথে আলোচনা করে স্মিথ এবং ওয়ার্নারকে ২০১৮ সালের আইপিএলে অংশগ্রহণে নিষেধাজ্ঞা দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড।
তাছাড়া, ক্রিকেট অস্ট্রেলিয়ার দেয়া নিষেধাজ্ঞা শেষ হয়েছে গত মাসেই। নিষেধাজ্ঞার মাঝেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে অধিনায়কত্ব করেছিলেন স্টিভ স্মিথ।
তাঁর নেতৃত্বে বেশ কয়েকটি ম্যাচ খেলেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এদিকে, আইপিএলের এবারের আসরে নেতৃত্ব ফিরে পেয়ে দলকে জিতিয়েছেন স্মিথ। ব্যাট হাতে ৫৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন তিনি।