promotional_ad

অবাক হয়েছেন আফতাবও

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


রবিবার বিকেএসপিতে অনুষ্ঠিত হতে যাওয়া লিজেন্ডস অব রূপগঞ্জ ও আবাহনীর ম্যাচটি ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) শিরোপা নির্ধারণী ম্যাচ বলা চলে। সুপার লীগে পয়েন্ট টেবিলে শীর্ষ দুই দলের লড়াইয়ে এগিয়ে থেকে মাঠে নামবে আফতাব আহমেদের শিষ্যরা।


এখন পর্যন্ত ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রূপগঞ্জ,  ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে থাকলেও রান রেটে অনেকটাই এগিয়ে আবাহনী। গ্রুপ পর্বে আবার আবাহনীকে হারানোর সুখস্মৃতি আছে রূপগঞ্জের। টুর্নামেন্টের মূল পর্বে এসে সব সমীকরণ বিবেচনায় আনতে হচ্ছে দুই দলকে।



promotional_ad

কাগজে কলমে শক্তিশালী দল নিয়ে লীগ শুরু করেছিল আবাহনী, ভিন্ন চিত্র রূপগঞ্জ ক্যাম্পে। বড় নাম নয়, ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মারদের নিয়ে দল সাজিয়েছে রূপগঞ্জ। আবাহনীর মত অভিজ্ঞতায় ঠাসা কোচিং স্টাফও নেই রূপগঞ্জের। দুই সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ ও নাজমুল হোসেনরা এবারের ঢাকা লীগে প্রথমবারের মতন কোচের দায়িত্ব পালন করছেন। পেছনে ফিরে তাকালে এবারের ঢাকা লীগে নিজেদের সাফল্যে অবাক হচ্ছেন আফতাব আহমেদ।


‘আলহামদুলিল্লাহ, এটি আসলে অনেক বড় একটি ব্যাপার। সত্যি কথা যখন দলটি বানিয়েছিলাম তখন এত আশা করিনি। আলহামদুলিল্লাহ আমি যে বিশ্বাস করে নিয়েছি তার চেয়ে অনেক বেশি আমাকে উপহার দিয়েছে,‘ শনিবার মিরপুর একাডেমী প্রাঙ্গণে সাংবাদিকদের বলেছেন রূপগঞ্জ কোচ আফতাব আহমেদ।


এখন পর্যন্ত ভয়ডরহীন ক্রিকেট খেলা রূপগঞ্জের ক্রিকেটাররা পুরো আসরের মতই অঘোষিত ফাইনালে আবাহনীর বিপক্ষে নিজেদের আত্মবিশ্বাস ধরে রাখার ব্যাপারে আশাবাদী।



‘প্রত্যেকটি ম্যাচে ওরা যেভাবে আত্মবিশ্বাস নিয়ে খেলছে তাতে আমরা ইনশাল্লাহ যেকোনো দলকে বিপদে ফেলতে পারবো। আমরা যদি এভাবে ক্রিকেট খেলে যাই তাহলে ভালো কিছু আশা করছি ইনশাল্লাহ। আবাহনী তো নিঃসন্দেহে একটা ভালো দল। সবকিছু মিলিয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে দেখবেন আমাদের দল অনেক ভালো ক্রিকেট খেলছে।


‘সুতরাং আমাদের কে খেলছে কিংবা কে খেলছে না সেটি নিয়ে চিন্তা না। আমাদের চিন্তা হলো কালকে কিভাবে ভালো ক্রিকেট খেলবো। আমরা যেভাবে ভালো ক্রিকেট খেলে এসেছি যদি সেভাবে আমরা ক্রিকেট খেলতে পারি তাহলে আমাদের খুব একটা পার্থক্য হবে না ইনশাল্লাহ।‘



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball