promotional_ad

অঘোষিত ফাইনালে স্বচ্ছ আম্পায়ারিংয়ের প্রত্যাশা আফতাবের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) এবারের আসরে এখন পর্যন্ত আম্পায়ারিং নিয়ে কোনো অভিযোগ শোনা যায় নি। অথচ ঢাকা লীগে পক্ষপাত মূলক আম্পায়ারিং নিয়মিত নেতিবাচক শিরোনামের জন্ম দিয়ে আসছে।


এবারের ঢাকা লীগে অবশ্য ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। বিকেএসপিতে আবাহনী ও লিজেন্ডস অব রূপগঞ্জের মধ্যকার অঘোষিত শিরোপা নির্ধারণী ম্যাচটিতেও স্বচ্ছ আম্পায়ারিংয়ের প্রত্যাশা করছেন রূপগঞ্জ কোচ আফতাব,


‘আলহামদুলিল্লাহ, আম্পায়ারিং অনেক ভালো হচ্ছে এবার। আমি এখনো তেমন কিছু দেখিনি। আশা করি শেষ যে দুই ম্যাচ আছে, সেখানেও ভালো কিছু দেখবো ইনশাল্লাহ,‘ শনিবার মিরপুরের একাডেমী মাঠে বলেছেন আফতাব।



promotional_ad

পয়েন্ট টেবিলে গিয়ে ঢাকা লীগের গ্রুপ পর্ব শেষ করেছিল রূপগঞ্জ। লীগের শীর্ষ দল হওয়ার পরও সুপার লীগের একটি ম্যাচও মিরপুরে পায় নি দলটি। লীগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটিও খেলতে হচ্ছে বিকেএসপিতে। 


‘অবশ্যই আশা করেছিলাম যেহেতু আমরা এক নম্বর দল হিসেবে উঠেছি তখন মিরপুরে একটু বেশি ম্যাচ পাবো,’ আক্ষেপ নিয়েই বলেছেন আফতাব। ‘তবে আমি জানি না আসলে......এটা ওনারাই চিন্তা করবে, এটা ওনাদের বিষয়। এটা ওনারা কিভাবে দেখছেন এবং তাঁরা যেখানে দেয় সেখানেই আমরা খেলতে বাধ্য।'


তবে ঢাকা লীগের বড় ম্যাচের আগে রূপগঞ্জের ক্রিকেটারদের সকল ধরনের বাহ্যিক চাপ থেকে মুক্ত রাখতে চান আফতাব। বড় ম্যাচের চাপ এড়িয়ে স্বাভাবিক খেলাটা খেলুক নাফিস-নাইমরা, এটাই আফতাবের চাওয়া।


‘আমরা এখন পর্যন্ত তেমন কিছুর মুখোমুখি হইনি। সবকিছু শতভাগ হনেস্টলি হচ্ছে। আর সবকিছু খুব ভালো হচ্ছে। আমরা আশা করবো এই ম্যাচটিও আমরা ভালোভাবে শেষ করতে পারবো। চাপ তো থাকবেই। বড় দলের বিপক্ষে খেলতে গেলে চাপ তো থাকেই।



‘তবে এটি আমার খেলোয়াড়দের বুঝতে দিতে চাই না। আমরা চেষ্টা করি ক্রিকেটারদের যত রিল্যাক্স রাখা যায়। অফিসিয়াল লেভেল থেকে হয়তো কোনও চাপ তৈরি করতে পারে, তবে আমি নিজে সবসময় চেষ্টা করি যেন খেলোয়াড়দের মাঝে এমন কোনও চাপ তৈরি না হয়।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball