promotional_ad

মুম্বাইয়ের লক্ষ্য শীর্ষ স্থান, অধিনায়ক পরিবর্তন রাজস্থানের

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চলতি আইপিএলে প্রথমবারের মতো টেবিলের শীর্ষে ওঠার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচটি জিতলে শীর্ষে থাকা চেন্নাই সুপার কিংসে টপকে যাবে রোহিত শর্মার দল। সেই লক্ষ্যে রাজস্থানের ঘরের মাঠ জয়পুরে শনিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় লড়াইয়ে নামবে মুম্বাই।


মুম্বাইয়ের সামনে যেমন সুযোগ রয়েছে টেবিল টপার হওয়ার তেমনি উল্টো চিত্র রাজস্থান রয়্যালসের শিবিরে। তাদের লক্ষ্য প্লে-অফের দৌড়ে টিকে থাকা। মাত্র ২টি ম্যাচ জিতে মাত্র চার পয়েন্ট নিয়ে ব্যাকফুটে রয়েছে দলটি।


তাঁর উপর ম্যাচের ঠিক ঘন্টা খানেক আগে অধিনায়ক পরিবর্তনের ঘোষণা দিয়েছে রাজস্থান। আজিঙ্কা রাহানের পরিবর্তে এখন থেকে দলটির অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন স্টিভ স্মিথ। তাঁরা জানায়,


'গেলবার রাজস্থানকে প্লে-অফে নিয়ে যেতে অনেক বড় ভুমিকা পালন করেছিলেন রাহানে। কিন্তু ফ্র্যাঞ্চাইজির চাওয়াতে আমরা অধিনায়ক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি। তাই এখন থেকে রাজস্থান রয়্যালসের নেতৃত্বে থাকছেন স্টিভ স্মিথ।' 



promotional_ad

পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে থাকা দলটির জন্য প্লে-অফে জায়গা করে নেয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। সেই জন্য হাতে থাকা সব'কটি ম্যাচ জয়ের পাশাপাশি চেয়ে থাকতে হবে বাকি দলগুলোর ফলাফলের দিকেও। তাই সব মিলিয়ে সমীকরণের গোলকধাঁধার মধ্যে আছে স্টোকস-স্মিথরা।


শেষ দুই ম্যাচে জিতে আত্মবিশ্বাসের দিক দিয়ে রাজস্থানের চেয়ে এগিয়ে আছে মুম্বাই। এছাড়া দলগত পারফর্মেন্স দিয়েই প্রত্যেক ম্যাচ জিতে চলেছে দলটি। তবে দুশ্চিন্তার বিষয় অধিনায়ক রোহিত শর্মার ফর্ম। 


এখন পর্যন্ত বড় কোন ইনিংস খেলতে না পারা মুম্বাই দলপতির দিকে চেয়ে আছে মুম্বাই শিবির। তবে দলের বোলিং ইউনিট বেশ ছন্দে রয়েছে, যেকারণে বড় বিপদে পড়তে পারেন রয়্যালসের ব্যাটসম্যানরা। 


অন্যদিকে স্টিভ স্মিথের মত তারকারা পারফর্ম করতে না পারায় বেঞ্চে বসে ছিলেন আগের ম্যাচে। কিন্তু বাঁচা মরার কথা চিন্তা করে অভিজ্ঞদের ফের একাদশে ভেরাতে পারে রয়্যালস। 


নিজেদের শেষ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে ১২ রানে হেরেছে রাজস্থান রয়্যালস। আর দিল্লী ক্যাপিটালসের মত ছন্দে থাকা দলকে নিজেদের শেষ ম্যাচে হারিয়েছে মুম্বাই। 



অবশ্য দুই দলের মধ্যকার শেষ দেখায় জয় নিয়ে মাঠ ছেড়েছিল রাজস্থান রয়্যালস। সেই ম্যাচে রাজস্থানের জয়ের নায়ক ছিলেন জস বাটলার। তাই এই ম্যাচেও রাজস্থানের তুরুপের তাস হতে পারেন তিনি।


রাজস্থান রয়্যালস সম্ভাব্য একাদশঃ জস বাটলার, রাহুল ত্রিপাঠি, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), আজিঙ্কা রাহানে , বেন স্টোকস, স্টিভ স্মিথ (অধিনায়ক), স্টুয়ার্ট বিনি, জোফরা আর্চার, শ্রেয়াস গোপাল, জয়দেব উনাদকাট, ধবল কুলকার্নি।


মুম্বাই ইন্ডিয়ানস সম্ভাব্য একাদশঃ রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ইশান কিশান, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, ক্রুনার পান্ডিয়া ,সূর্যকুমার যাদব, রাহুল চাহার, জেসন বেহরেনডর্ফ, জাসপ্রিত বুমরাহ, লাসিথ মালিঙ্গা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball