ইডেন গার্ডেন্স থেকে ৭ জুয়াড়ি গ্রেফতার!

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ম্যাচ চলাকালীন ৭ জুয়াড়িকে আটক করেছে কলকাতা পুলিশ।
আটকের পর ময়দান পুলিশ স্টেশনে তাঁদের বিপক্ষে কেস ফাইল করা হয়েছে।

জানা যায়, অ্যান্টি রউডি স্কোয়াড এবং গোয়েন্দা বিভাগের সম্মিলিত প্রচেষ্টায় তাঁদের আটক করা হয়। ইডেন গার্ডেন্সের এফ ওয়ান ব্লক থেকে ৭ বুকিকে গ্রেফতার করেন তাঁরা।
গোপন সূত্রের দেয়া তথ্যের সুবাদেই এফ ওয়ান ব্লকে অভিযান চালিয়ে ৭জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ জানায়,
'অ্যান্টি রউডি স্কোয়াড এবং গোয়েন্দা বিভাগের কাছে গোপন সূত্রে খবর আসে। এরপরই আমরা অভিযান চালাই। পরবর্তীতে এফ ওয়ান ব্লক থেকে ৭জনকে আটক করা হয়।'
তাঁদের কাছ থেকে ১৪টি মোবাইল ফোন এবং ১টি বেটিং যন্ত্র উদ্ধার করেন অভিযানে নিযুক্ত কর্মকর্তারা।
এর আগেও বেশ কয়েকবার আইপিএলে জুয়াড়ি সন্দেহে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।