ঋণ শোধ করছেন রাসেল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কলকাতা নাইট রাইডার্সের কাছে ঋণী ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। এবারের আসরে বিধ্বংসী ব্যাটিং পারফর্মেন্সের পাশাপাশি বোলিং দিয়ে সেই ঋণ শোধ করছেন তিনি।
ব্যাট হাতে কলকাতার এবারের আসরের সবচেয়ে সফল ব্যাটসম্যান রাসেল। প্রত্যেক ম্যাচেই ব্যাট হাতে তুলেছেন ঝড়, দলকে জিতিয়েছেন বেশ কয়েকটি ম্যাচ। সব মিলিয়ে এখন পর্যন্ত ২২০ স্ট্রাইক রেটে ৩৭৭ রান করেছেন তিনি।
২০১৭ সালে ডোপিং আচরণবিধি ভঙ্গের দায়ে এক বছরের জন্য ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন রাসেল। সে সময় কলকাতার প্রধান নির্বাহী ভেঙ্কি মায়শোরে ফোন করে বলেছিলেন আসন্ন আসরের জন্য রাসেলকে ধরে রাখছে কলকাতা। এই প্রসঙ্গে রাসেল বলেছেন,
'আমার সব পারফর্মেন্স কলকাতার জন্য, তাঁদের কাছে আমি ঋণী। ২০১৭ সালে যখন ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়ার পর খুব হতাশ হয়ে পড়েছিলাম।

আমি সহজে কান্না করিনা কিন্তু কলকাতার প্রধান নির্বাহী ভেঙ্কি মায়শোরে আমাকে ফোন করে জানালেন, যে তাঁরা আমাকে রিটেইন করছেন। তখন আমার চোখ দিয়ে অশ্রু ঝরে পরছিল। তাঁরা আমাকে জানে, এটাই একটা পরিবর্তনের বড় দিক। আমার এই পারফর্মেন্সগুলো তাদের জন্য প্রাপ্য।'
এবারের আসরে রাসেল জ্বলে উঠলেও দল হিসেবে নিজেদের সেরাটা দিতে পারছে না কলকাতা। দলের ব্যাটসম্যানরা আশানুরূপ পারফর্ম না করলেও প্রত্যেক ম্যাচেই কেকেআরের দায়িত্ব কাঁধে নিচ্ছেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার।
On Sat, Apr 20, 2019 at 11:00 AM Abid Afridi <abidafridi151@gmail.com> wrote:
কলকাতা নাইট রাইডার্সের কাছে ঋণী ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। এবারের আসরে বিধ্বংসী ব্যাটিং পারফর্মেন্স পাশাপাশি বোলিং দিয়েও সেই ঋণ শোধ করছেন তিনি।
ব্যাট হাতে কলকাতার এবারের আসরের সবচেয়ে সফল ব্যাটসম্যান রাসেল। প্রত্যেক ম্যাচেই ব্যাট হাতে তুলেছেন ঝড়, দলকে জিতিয়েছেন বেশ কয়েকটি ম্যাচ। সব মিলিয়ে এখন পর্যন্ত ২২০ স্ট্রাইক রেটে ৩৭৭ রান করেছেন তিনি।
তবে রাসেলের ঋণ শোধ করার পেছনে মূল কারণ ছিল, ২০১৭ ডোপিং আচরণবিধি ভঙ্গের দায়ে এক বছরের জন্য ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি। সে সময় কলকাতার সিইও ভেঙ্কি মায়শোরে তাঁকে ফোন করে বলেছিলেন আসন্ন আসরের জন্য তাঁকে ধরে রাখছে কলকাতা। তাঁর ভাষায়,
'আমার সব পারফর্মেন্স কলকাতার জন্য, তাঁদের কাছে আমি ঋণী। ২০১৭ সালে যখন ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়ার পর খুব হতাশ হয়ে পড়েছিলাম।
আমি সহজে কান্না করিনা কিন্তু কলকাতার সিইও ভেঙ্কি মায়শোরে আমাকে ফোন করে জানালেন, তাঁরা আমাকে রিটেইন করছেন। তখন আমার চোখ দিয়ে অশ্রু ঝড়ে ঝড়ে পরছিল। তাঁরা আমাকে জানে, এটাই একটা পরিবারতের বড় দিক। এই পারফর্মেন্স গুলো তাঁরা আমার কাছে পায়।'
উল্লেখ্য এবারের আসরে রাসেল জ্বলে উঠলেও দল হিসেবে নিজেদের সেরাটা দিতে পারছে না কলকাতা। দলের ব্যাটসম্যানরা আশানুরূপ পারফর্ম না করলেও প্রত্যেক ম্যাচেই কেকেআরদের দায়িত্ব কাঁধে নিচ্ছেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার।