ধোনির প্রতি 'অনুগত' কোহলি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির প্রতি অনুগত বর্তমান অধিনায়ক ভিরাট কোহলি। বিশ্বকাপ দল নির্বাচনে উইকেটরক্ষক ব্যাটসম্যান ধোনির ক্ষেত্রে আনুগত্য দেখিয়েছেন তিনি।
নিজের অধিনায়কত্ব থাকাকালিন সময় কোহলিকে যে কোন সময়ই জাতীয় দলের বাইরে রাখতে পারতেন ধোনি। যদিও পারফর্মেন্স দিয়েই নিজের জায়গা তৈরি করে নিয়েছিলেন কোহলি।

তবে কোহলিকে দলে রেখে নিজের জায়গা থিতু করার সুযোগ করে দিয়েছেন ধোনি। কোহলিকে নিজের খেলাটা বোঝার জন্য সময় দিয়েছিলেন ২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক। তাই তিনিও ২০১৯ বিশ্বকাপের আগে ধোনিকে সময় দিয়েছেন দলে রাখার জন্য।
'আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আনুগ। আমি যখন দলে আসি তখন তাঁর কাছে সুযোগ ছিল আমাকে বসিয়ে বাকিদেরকেও সুযোগ দেয়ার ম্যাচ খেলার জন্য। যদিও আমি আগে ভাগেই আমার সুযোগ গুলো লুফে নিয়েছিলাম।
'তারপরও সে আমাকে সুযোগ দিয়েছিল নিজের খেলাটা বুঝে ওঠার জন্য এবং খেলার মধ্যে নিজেকে তৈরি করার জন্য।'
ভারতের জনগনকে মহেন্দ্র সিং ধোনির গুরুত্বটা ফের বুঝিয়ে দিতে চায় ভারতীয় ক্রিকেট দল। আর বিশ্বকাপ দলে থাকা ধোনির প্রাপ্য, পারফর্মেন্স দিয়ে সেটা সে অর্জন করে নিয়েছে বলেও জানান কোহলি।
'তাই আমার কাছে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমিও এমন পরিস্থিতির মধ্যে দিয়ে এসেছি। এখন তাঁকেও এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে, এমন না যে তাঁকে পুরস্কৃিত করছি।
'এটা তাঁর প্রাপ্য। সে দেশকে অনেক কিছু দিয়েছে, এটা তাই তাঁর পুরস্কার নয় প্রাপ্য। তাই আমরা মানুষজনকে তাঁর মূল্যটা বুঝিয়ে দিতে চাই তাঁদেরকেও আমাদের মত ভাবাতে চাই।'