কলকাতার রাসেল দুশ্চিন্তা, আশা বাঁচিয়ে রাখার লক্ষ্য ব্যাঙ্গালুরুর

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি আইপিএলে প্লে-অফ খেলার স্বপ্ন প্রায় শেষ হয়ে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর। হাতে থাকা ৬টি ম্যাচের মধ্যে সব'কটি জিতলেও তাদের চেয়ে থাকতে হবে বাকি দলগুলোর ম্যাচের ফলাফলের উপর। কঠিন সমীকরণের গোলক ধাঁধার সামনে দাঁড়িয়ে আছে ভিরাট কোহলির দল।
অধিনায়ক কোহলি অবশ্য শেষ ম্যাচ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে চান। সেই লক্ষ্যেই শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামবে দলটি। কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি।
ঘরের মাঠে অবশ্য জয় ছাড়া অন্যকিছু ভাবছেনা কলকাতা শিবির। নিজেদের শেষ তিন ম্যাচে টানা হারে আত্মবিশ্বাসের ঘাটতিতে আছে দীনেশ কার্তিক দল। তবে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে আছে তারা।

তাই নিজেদের সেরাটা দেয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে দলটি। কিন্তু কলকাতার জন্য বড় দুশ্চিন্তা আন্দ্রে রাসেলের ইনজুরি। ম্যাচের আগে নেটে অনুশীলনের সময় কাঁধে চোট পেয়েছেন তিনি।
অধিনায়ক কার্তিক অবশ্য আশাবাদী ম্যাচের আগে ফিট হয়ে উঠবেন রাসেল। এছাড়া টপ অর্ডার ব্যাটসম্যানদের ফর্ম ভাবাচ্ছে কলকাতা শিবিরকে। সব মিলিয়ে আরসিবির বিপক্ষে একটু বাড়তি কষ্ট করতে হবে কলকাতাকে।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে ব্যাঙ্গালুরুর একাদশে দেখা যেতে পারে ডেল স্টেইনকে। দলের বোলিং বিভাগের শক্তি বৃদ্ধি করতে তাঁকে অন্তর্ভুক্ত করতে পারেন অধিনায়ক কোহলি।
দুই দলই নিজেদের শেষ ম্যাচে হেরেছে। চেন্নাইয়ের কাছে ৫ উইকেটে হেরেছে কলকাতা আর একই ব্যবধানে মুম্বাইয়ের কাছে হেরেছে ব্যাঙ্গালুরু। দুই দলের শেষ দেখায় ঝড় তুলেছিলেন আন্দ্রে রাসেল। শেষ ৩ ওভারে ৫৩ রান নিয়ে কলকাতাকে জিতিয়েছিলেন তিনি।
কলকাতা নাইট রাইডার্স সম্ভাব্য একাদশঃ ক্রিস লিন, সুনীল নারিন, নিতিশ রানা, রবিন উথাপ্পা, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক ও অধিনায়ক), শুভমান গিল, আন্দ্রে রাসেল,পীযুষ চাওলা, কুলদীপ যাদব, প্রাসিধ কৃষ্ণা, হ্যারি গার্নি / লকি ফার্গুসন।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু সম্ভাব্য একাদশঃ পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, মঈন আলী, মার্কাস স্টয়নিস, অক্ষদীপ নাথ / শিভাম দুবে, পবন নেগী, যুবেন্দ্র চাহাল, ডেল স্টেইন, নবদ্বীপ সাইনি, কুলোয়ান্ট খেজরোলিয়া।