promotional_ad

'আইপিএল, বিগ ব্যাশ, বিপিএলে খেলে উন্নতি করছে ইংলিশরা'

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০১৫ বিশ্বকাপের বাজে পারফর্মেন্সের পর একেবারেই বদলে গিয়েছে ইংল্যান্ডের ক্রিকেট। ধ্বংসস্তূপ থেকে প্রায় আকাশচুম্বী অবস্থানে পৌঁছে গিয়েছে ইংলিশরা। দেশের ক্রিকেটের এমন উন্নতির পেছনে ইংলিশ ক্রিকেটারদের আইপিএল, বিগ ব্যাশ কিংবা বিপিএলে অংশ নেয়াকে প্রধান কারণ হিসেবে দেখছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন।


ইংলিশ ক্রিকেট বোর্ডের কর্তারা আইপিএল-বিগ ব্যাশে ক্রিকেটারদের অংশ নেয়ার গুরুত্বটা অনেক পরে গিয়ে টের পেয়েছে বলে মনে করেন তিনি। না হলে আরও আগে ইংল্যান্ডের ক্রিকেট ভালো অবস্থানে থাকতো, বিশ্বাস তাঁর। 



promotional_ad

ক্রিকেটারদের শিক্ষা নেয়ার জন্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে অনেক বড় প্ল্যাটফর্ম হিসেবে দেখছেন ২০০৫ সালে ইংল্যান্ডের অ্যাশেজ জয়ী এই অধিনায়ক। ইংল্যান্ডের ক্রিকেটকে বদলাতে অনেক বড় ভূমিকা রেখেছে আইপিএল-বিপিএল জানিয়ে ভন বলেছেন, 


'ইংলিশ ক্রিকেট কর্তারা আইপিএল বা অন্যান্য লীগে খেলার গুরুত্ব বুঝতে অনেক সময় নিয়েছে। অনেকে মনে করে এখানে শুরু টাকার জন্যই ক্রিকেটাররা খেলতে আসে। এটা ভুল ধারনা। আপনি দেখবেন, যারা এখানে এসে খেলেছে বা খেলছে, সবাই উন্নতি করেছে। এখানে বিশ্বের সেরা ক্রিকেটাররা খেলছে আর সেরা সাবেক ক্রিকেটাররা কোচিং করাচ্ছে। আপনি শুধু উন্নতিই করতে পারেন এখানে। 


সাবেক এই ইংলিশ অধিনায়ক আরও বলেন, '২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বাজে পারফর্মেন্সের পর সাদা বলের ক্রিকেটকে গুরুত্ব সহকারে নেয়া হয়। প্লেয়ারদের বিভিন্ন লীগে খেলতে পাঠানো হয়, বিশেষ করে আইপিএলে... বিগ ব্যাশ, বাংলাদেশ, পাকিস্তান আছে। বিভিন্ন সংস্কৃতির ক্রিকেটারদের সাথে মিশে খেলার অভিজ্ঞতা অর্জন করছে ইংলিশরা, যা তাদের ক্রিকেটের উন্নতিতে বহুভাবে সাহায্য করেছে।'
  
উল্লেখ্য ইংল্যান্ডের ঘরোয়া লীগে খেলা অনেক ক্রিকেটারই আইপিএল, বিপিএল কিংবা পিএসএলের মত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ভালো করে সবার নজরে আসছে। আবার বেন স্টোকস, জস বাটলার বিশ্বকাপের আগে আইপিএল মঞ্চে নিজেদেরকে ঝালাই করে নেয়ার সুযোগ পাচ্ছেন।  




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball