পান্ত-রাইডুদের তৈরি থাকতে বললেন শাস্ত্রী

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েছেন দুই তারকা ক্রিকেটার আম্বাতি রাইডু ও ঋষভ পান্ত। বাদ পড়া এই ক্রিকেটারদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন ভারতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রী।
তিনি জানিয়েছেন, স্কোয়াডে থাকা ক্রিকেটাররা ইনজুরিতে পড়লে আবারও তাদের ডাক পড়তে পারে। সেজন্য তাদের তৈরি থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

'ভেঙে পড়ার কিছু নেই। তার চেয়ে তৈরি থাকা ভাল। যে কোনও সময় কারও চোট লাগতেই পারে আর তখন তাদের ডাক পড়তে পারে। ক্রিকেট খুব মজার খেলা।'
১৫ জনের স্কোয়াড থেকে কেউ কেউ বাদ পড়তেই পারেন। এটাকে স্বাভাবিক ভাবেই নিচ্ছেন ভারতীয় কোচ, ‘মাত্র পনেরো জনকেই তো নেওয়া যাবে। তাই কেউ না কেউ বাদ পড়বেই। যেটা খুবই দুঃখজনক।'
ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যানের পদ ছাড়াও চার নম্বর ব্যাটসম্যানের জায়গা নিয়ে বিতর্ক চলছে। শাস্ত্রী জানিয়েছেন, চার নম্বরে কে ব্যাট করবে সেটা প্রতিপক্ষ ও পরিস্থিতি বুঝে ঠিক করবেন তারা।
'আমাদের প্রথম তিন ব্যাটসম্যান নিশ্চিত। বাকি জায়গায় আমরা নমনীয়তা দেখাতে রাজি। পরিস্থিতি, প্রতিপক্ষ দেখে আমরা ঠিক করব, চার নম্বরে কে ব্যাট করবে।'