promotional_ad

‘রাহি হবে বিশ্বকাপের চমক’

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


পেসার আবু জায়েদ রাহি বিশ্বকাপে বাংলাদেশ দলের চমক হতে পারে। সাবেক অধিনায়ক ও নির্বাচক ফারুক আহমেদ মনে করেন, বিশ্বকাপের মত বড় আসরে নতুন অচেনা কাউকে সুযোগ করে দিয়ে প্রতিপক্ষকে ভড়কে দেয়া যায়। সেক্ষেত্রে রাহি হতে পারে সেই চমকের নাম।


২০১৮ সালের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল পেসার আবু জায়েদ রাহির। এরপর জুলাই মাসের ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট অভিষেক হয় সিলেটের এই পেসারের। দীর্ঘদিন ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করার পর আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন তিনি। এখন পর্যন্ত তিনটি টি-টিয়েন্টি ও পাঁচটি টেস্ট খেলা রাহি ওয়ানডে অভিষেকের অপেক্ষায় আছেন।



promotional_ad

‘আমার মনে হয় রাহিকে দলে নিয়ে ভালো করেছে নির্বাচকরা, বৃহস্পতিবার মিরপুরে সাংবাদিকদের বলেছেন ফারুখ আহমেদ। ‘ আমি মনে করি একটু চমকপ্রদ কিছু থাকা ভালো। আমরা সবাই জানি যে সে ওয়ানডে খেলি নি। কমপক্ষে পাঁচ বছর ধরে ঘরোয়া পর্যায়ে ভালো পারফর্ম করেছে। কন্ডিশন থাকে সাহায্য করবে আমি মনে করি।


‘তাঁর যেই ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞতা আছে এটা সাহায্য করবে তাঁকে।  আর সবসময় দলে একটা চমকপ্রদ কিছু থাকা ভালো। আন্তর্জাতিক ক্রিকেটে সবাই কিন্তু এখন সবাইকে ভালো ভাবে সর্ট আউট করে ফেলে, কে কি করে। রাহি আমাদের মনে হয় চমক দেখাতে  পারে। আমি আশা করব সে ভালো করবে।‘


ফারুখ আহমেদ ২০১৫ সালের বিশ্বকাপে বাংলাদেশ দলের নির্বাচকের দায়িত্বে ছিলেন। তাঁর সময়েই সৌম্য সরকার, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানরা জাতীয় দলে পা রেখেছে। দল নির্বাচনের দায়িত্বে না থাকলেও এবারের বিশ্বকাপ স্কোয়াডকে সময়ের সেরা স্কোয়াড মানছেন সাবেক এই অধিনায়ক।



‘আমার মনে হয় দল ভালো হয়েছে। সম্ভাব্য সেরা প্লেয়ারদের মধ্যেই দল বানানো হয়েছে। বাংলাদেশ দলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যাতে বিশ্বকাপে ওরা ভালো খেলে। আমার মনে হয় যে টিমটা একদম খারাপ হয়নি। এখন বাকিটা হল সবাই মাঠে গিয়ে পারফর্ম করা।‘



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball