promotional_ad

মুম্বাইয়ের বিপক্ষে ছন্দপতন হবে দিল্লীর?

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দল হিসেবে বেশ ভালো ছন্দে আছে দিল্লী ক্যাপিটালস। শেষ তিন ম্যাচের তিনটিতে জিতে টেবিলের দ্বিতীয় স্থানে আছে শ্রেয়াস আইয়ারের দল। সুযোগ রয়েছে আরও একটি ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে প্লে-অফের পথে আরও এককদম এগিয়ে যাওয়ার।


অবশ্য প্লে-অফের পথে আরও এককদম আগানোর আগে দিল্লীকে পাড়ি দিতে হবে মুম্বাই বাঁধা। ঘরের মাঠে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সকে বৃহস্পতিবার আতিথ্য দিচ্ছে দলটি।


দিল্লীর সমান ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে মুম্বাই। তাদের সামনেও সুযোগ রয়েছে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসার। তাই দুই দলের কাছেই ম্যাচটি সমান গুরুত্ব পাচ্ছে।



promotional_ad

ঘরের মাঠে খেলা হওয়ায় মুম্বাইয়ের চেয়ে এক কদম এগিয়ে থাকবে দিল্লী। এছাড়া তাদের টপ অর্ডার এবং মিডেল অর্ডার ব্যাটসম্যানরা বেশ ভালো ছন্দে আছেন। সেই সঙ্গে বোলিং অ্যাটাকও ভালো করেছে শেষ কয়েকটি ম্যাচে। দলগত পারফর্মেন্সের বিচারে তাই বাড়তি আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে দিল্লী।


নিজেদের শেষ ম্যাচে হায়দ্রাবাদকে ভালো অবস্থান থেকে মাটিতে নামিয়ে এনে জয় তুলে নিয়েছিল দলটি।  রাবাদা-মরিসদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১১৬ রানে গুটিয়ে যায় ওয়ার্নার-বেয়ারস্টোরা।


অন্যদিকে মুম্বাইয়ের ব্যাটিংয়ের তুলনায় বোলিং পারফর্মেন্স উজ্জ্বল বেশী এবারের আসরে। তারপরও ব্যাটসম্যানদের দিকেই চেয়ে থাকবে মুম্বাই। অধিনায়ক রোহিত শর্মা এখন পর্যন্ত বড় ইনিংস খেলতে পারেন নি, তাই এই ম্যাচে তাঁর ব্যাটে রান আশা করছে মুম্বাই। 


এখন পর্যন্ত কোন ফিফটির দেখা পান নি তিনি, সর্বোচ্চ করেছেন ৪৮। নিজেদের শেষ ম্যাচে অবশ্য আরসিবির বিপক্ষে হেসেখেলে জিতেই এই ম্যাচে মাঠে নামবে মুম্বাই। 



দুই দলই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামার চিন্তা ভাবনা করছে। কারণ উইনিং কম্বিনেশন ধরে রেখেই জয় পেতে চান রোহিত এবং শ্রেয়াস। তারপরও শেষ পর্যন্ত দলে ১টি পরিবর্তন আনতে পারে দুই দলই। 


দিল্লি ক্যাপিটালস সম্ভাব্য একাদশঃ শিখর ধাওয়ান, পৃথ্বী শ, কলিন মুনরো, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), রিশাভ পান্ত (উইকেটরক্ষক), ক্রিস মরিস, কিমো পল,অক্ষর প্যাটেল, কগিসো রাবাদা, অমিত মিশ্র, ইশান্ত শর্মা


মুম্বাই ইন্ডিয়ানস সম্ভাব্য একাদশঃ কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ইশান কিশান, ক্রুনাল পান্ডিয়া, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, জেসন বেহরেনডর্ফ, রাহুল চাহার, লাসিথ মালিঙ্গা, জাসপ্রিত বুমরাহ



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball