শ্রীলংকার বিশ্বকাপ দল ঘোষণা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দিমুথ করুনারত্নকে অধিনায়ক করে ইংল্যান্ড বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা। বৃহস্পতিবার বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে শ্রীলংকার ক্রিকেট বোর্ড (এসএলসি)।
বিশ্বকাপ দলে বড় চমক হিসেবে রয়েছেন চার ক্রিকেটার মিলিন্দা সিরিওয়ারদিনা, জিভান মেন্ডিস, জেফরি ভেন্ডারসেই এবং লাহিরু থিরিমান্নে। এই চারজনই ২০১৭ সালের পর দেশের হয়ে কোন ওয়ানডে ম্যাচ খেলেন নি।

এছাড়া ২১ বছর বয়সী আভিস্কা ফার্নান্ডো এবং পেসার নুয়ান প্রদিপকে দলে রেখেছে তাঁরা। পেস বোলিং বিভাগে নেতৃত্ব দেয়ার জন্য আছেন লাসিথ মালিঙ্গা এবং সুরাঙ্গা লাকমাল।
তবে বিশ্বকাপের জায়গা হয় নি দীনেশ চান্দিমাল, উপুল থারাঙ্গা এবং আকিলা ধনঞ্জয়, নিরোশান ডিকওয়েলা এবং ধানুশকা গুনাঠিলাকাদের মত ক্রিকেটারদের।
দলে ব্যাটসম্যান হিসেবে আছেন কুশল মেন্ডিস, ধনঞ্জয় ডি সিলভা, কুশল পেরেরার মত ক্রিকেটাররা। এছাড়া অলরাউন্ডার থিসারা পেরেরা এবং অ্যাঞ্জেলো ম্যাথিউসের উপর আস্থা রেখেছে বোর্ড।
শ্রীলংকার বিশ্বকাপ স্কোয়াডঃ দিমুথ করুনারত্নে (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, লাসিথ মালিঙ্গা, কুশল পেরেরা, লাহিরু থিরিমান্নে, আভিস্কা ফার্নান্ডো, কুশল মেন্ডিস, ধনঞ্জয় ডি সিলভা, জেফরি ভেন্ডারসে, থিসারা পেরেরা, ইসুরু উসাদা, সুরাঙ্গা লাকমাল, নুয়ান প্রদিপ, জীবন মেন্ডিস, মিলিন্দা সিরিওয়ারদিনা।