জয়ের ধারায় ফিরতে চেন্নাই পরীক্ষার সামনে হায়দ্রাবাদ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নিজেদের শেষ তিন ম্যাচের তিনটিতে হেরে প্লে-অফের পথটা কঠিন করে ফেলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। জয়ের ধারায় ফিরতে মরিয়া হয়ে থাকা দলটির সামনে আরও বড় বাঁধা চেন্নাই সুপার কিংস।
প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জিততেই হবে কেন উইলিয়ামসনের দলকে। কিন্তু মহেন্দ্র সিং ধোনির চেন্নাই যে ফর্মে আছে তাতে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে হায়দ্রাবাদকে।
বুধবার ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসকে আতিথ্য দিচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি।

একদিকে টানা তিন ম্যাচে হেরে হায়দ্রাবাদ যেমন রয়েছে ব্যাকফুটে ঠিক এর উল্টো চিত্র রয়েছে চেন্নাই শিবিরে। ৮ ম্যাচের ৭টিতে জিতে প্লে-অফ অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছে দলটির।
টেবিলের শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্যই এখন চেন্নাইয়ের। সেই সঙ্গে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চাইবে তিন বারের আইপিএল চ্যাম্পিয়নরা। তাই ভালো অবস্থানে থাকলেও হায়দ্রাবাদকে ছাড় দিবে না ধোনির দল।
যেহেতু প্লে-অফ অনেকটাই নিশ্চিত তাই এই ম্যাচে একাদশে পরীক্ষা নিরিক্ষা চালাতে পারে চেন্নাই। তাই দলে দুই একটি পরিবর্তন আসার বড় সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে জয়ের ধারায় ফিরতে টিম কম্বিনেশন এবং কন্ডিশনের কথা চিন্তা করে বেঞ্চে বসতে পারেন দলপতি কেন উইলিয়ামসন। তাঁর জায়গায় একাদশে ফিরতে পারেন মোহাম্মদ নবি। এছাড়া মানিশ পান্ডে এবং ইউসুফ পাঠানেরও একাদশে ফেরার বড় সম্ভাবনা রয়েছে।
দুই দলের মধ্যকার শেষ বারের দেখায় জিতেছিল চেন্নাই। গেল আসরের ফাইনালে শেন ওয়াটসনের সেঞ্চুরিতে শিরোপা জিতেছিল তাঁরা। এছাড়া গেল বার মোট ৪বারের মুখোমুখিতে চারবারই হার নিয়ে মাঠ ছেড়েছিল হায়দ্রাবাদ।
সানরাইজার্স হায়দ্রাবাদ সম্ভাব্য একাদশঃ ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন/মোহাম্মাদ নবি, বিজয় শংকর, মানিষ পান্ডে, দীপক হুদা / ইউসুফ পাঠান, অভিষেক শর্মা, রশিদ খান, ভুবনেশ্বর কুমার (অধিনায়ক), সন্দীপ শর্মা, খলীল আহমেদ।
চেন্নাই সুপার কিংস সম্ভাব্য একাদশঃ শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসিস, সুরেশ রায়না, আম্বাতি রাইয়ুডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), কেদার জাদব, রবীন্দ্র জাদেজা, মিচেল সানটনার, দীপক চাহার, শার্দূল ঠাকুর, ইমরান তাহির।