promotional_ad

গেইল-হোল্ডারদের পরামর্শক সারওয়ান

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আগামী মাসে আয়ারল্যান্ড এবং বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে উইন্ডিজরা। ত্রিদেশীয় সিরিজ শেষেই বিশ্বকাপের উদ্দেশ্যে উড়াল দিবে জেসন হোল্ডারের দল। আসন্ন ত্রিদেশীয় সিরিজ এবং বিশ্বকাপের আগে উইন্ডিজ দলের পরামর্শক হিসেবে কাজ করবেন সাবেক ক্যারিবিয়ান ব্যাটসম্যান রামনারেশ সারওয়ান। 


এর আগে গেল সোমবার বিশ্বকাপ এবং আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে নিজেদের কোচিং স্টাফ ও ব্যবস্থাপনা দল চূড়ান্ত করে উইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)। যদিও সেখানে নাম ছিল না সারওয়ানের।



promotional_ad

কিন্তু এরপর উইন্ডিজ ক্র???কেট বোর্ডের পরিচালক এবং সাবেক ক্যারিবিয়ান ক্রিকেটার জিমি অ্যাডামস সারওয়ানকে জেসন হোল্ডারদের পরামর্শক হিসেবে কাজ করার প্রস্তাব দেন। এই ব্যাপারে সারওয়ান জানান,


'আমি খুবি উচ্ছ্বসিত এই সুযোগটি পেয়ে। আমাকে জিমি কল দিয়ে এই পদে কাজ করার জন্য প্রস্তাব দিয়েছে। আমি খুবই আনন্দিত যে আবারও উইন্ডিজ ক্রিকেটের সাথে কাজ করতে যাচ্ছি।'


২০১৬ সালে ক্রিকেট থেকে অবসর নেন সারওয়ান। ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার পর বার্বাডোসে আসন্ন ত্রিদেশীয় সিরিজে উইন্ডিজ দলের পরামর্শক হিসেবে ইতিমধ্যে যোগ দিয়েছেন তিনি। কিন্তু বিশ্বকাপে দলের সঙ্গে তিনি সেখানে যাবেন কিনা সেটা এখনও নিশ্চিত করেনি উইন্ডিজ বোর্ড।



কোচিং স্টাফ এবং ব্যবস্থাপনা দলঃ


ফ্লয়েড রেফার - ভারপ্রাপ্ত প্রধান কোচ
রডি ইস্টউইক - সহকারী কোচ
কোরি কোলিমোর - সহকারী কোচ (ফাস্ট বোলিং)
রেয়ন গ্রিফিথ - সহকারী কোচ (ফিল্ডিং)
মুশতাক আহমেদ - সহকারী কোচ (স্পিন বোলিং)
রাউল লুইস - টিম ম্যানেজার
ওবা গুলস্টন - ফিজিওথেরাপিস্ট
কোরি বুকিং - কন্ডিশনিং কোচ
ডেকস্টাড় অগাস্টাস - ভিডিও এবং তথ্য বিশ্লেষক
স্টিভেন সিলেভেস্টার - স্পোর্টস সাইকোলজিস্ট
যেফিরিনাস নিকোলাস - ম্যাসেজ থেরাপিস্ট
মেন্টর-রামনারেশ সারওয়ান



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball