দুই বছর আগে থেকেই বিশ্বকাপের প্রস্তুতিতে কার্ত্তিক

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এখন পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের নিয়মিত সদস্য হতে পারেন নি উইকেটরক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্ত্তিক। তারপরও ইংল্যান্ড বিশ্বকাপের জন্য তাঁকে দলে রেখেছেন নির্বাচকরা। প্রথমবারের মত বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া কার্ত্তিক অবশ্য দুই বছর আগেই লক্ষ্য স্থির করেছিলেন ইংল্যান্ড বিশ্বকাপ খেলার।
আন্তর্জাতিক ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনি, ভিরাট কোহলি বা রোহিত শর্মাদেরও আগে অভিষেক হয়েছে কার্ত্তিকের। অভিষেকের পর তিনটি বিশ্বকাপের দলে ছিলেন না তিনি।

চতুর্থবারে এসে কপাল খুলেছে তাঁর। সব মিলিয়ে বিশ্বকাপের মত বড় মঞ্চে নিজেকে আরও একবার প্রমাণের অপেক্ষায় রয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাতকারে বিশ্বকাপ নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন এই উইকেটরক্ষক। তিনি বলেন,
'এতোদিন বিশ্বকাপের মঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন নিয়েই ক্রিকেট খেলেছি। ২ বছর আগে যখন ভারতীয় দলে ফের সুযোগ পাই তখন বিশ্বকাপে খেলারই লক্ষ্য স্থির করেছিলাম।'
ইংল্যান্ডে এর আগেও খেলার অভিজ্ঞতা রয়েছে কার্ত্তিকের। এই অভিজ্ঞতা গুলোই এবারের বিশ্বকাপে কাজে লাগিয়ে সফল হতে চান তিনি। ২০১৩ সালে ইংল্যান্ডের মাটিতে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সদস্য ছিলেন তিনি। কার্ত্তিক আরও বলেন,
'এর আগেও বেশ কয়েকবার ইংল্যান্ড গিয়েছি, সেখানে খেলার অভিজ্ঞতাও আছে আমার। সেখানকার কন্ডিশ্ন সম্পর্কে ধারণা আছে। আশা করছি সেই অভিজ্ঞতা গুলোই এবার কাজে লাগাতে পারব।'