মিরপুরে দুই প্রাইমের লড়াই

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগের লড়াইয়ে বুধবার মিরপুর শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে মাঠে নামছে প্রাইম ব্যাংক ক্রিএক্ট ক্লাব ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়। দুই দলই সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৬ উইকেটের ব্যবধানে হেরেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে।
আর প্রাইম দোলেশ্বর ১৬৫ রানের ব্যবধানে হেরেছে আবাহনী লিমিটেডের বিপক্ষে। ফলে এই ম্যাচ জিতে দুই দলই ঘুরে দাঁড়াতে চাইবে। পয়েন্ট টেবিলে ৩ নম্বরে থেকে সুপার লিগ নিশ্চিত করেছে প্রাইম ব্যাংক।

আর এর পরের অবস্থান চারে থেকে সুপার লিগ খেলছে প্রাইম দোলেশ্বর। ফলে বোঝাই যাচ্ছে শক্তিমত্তায় দুই দলই প্রায় সমান শক্তিশালী। ব্যাট হাতে প্রাইম দোলেশ্বরের সবচেয়ে বড় তারকা সাইফ হাসান।
১২ ম্যাচ খেলে ৫১৯ রান করেছেন তিনি। তাঁর সঙ্গে সমান ভাবে টক্কর দিচ্ছেন প্রাইম ব্যাংকের এনামুল হক বিজয়। ১২ ম্যাচ খেলে ব্যাট হাতে তাঁর রান ৫১১।
এদিকে, এবারের আসরের শুরু থেকেই বল হাতে নিজের পারফর্মেন্স অব্যহত রেখেছেন প্রাইম দোলেশ্বর দলপতি ফরহাদ রেজা। ১২ ম্যাচ খেলে তিনি শিকার করেছেন ২৯ উইকেট। তাঁর ধারাবাহিক দুর্দান্ত পারফর্মেন্সই এগিয়ে রাখছে দোলেশ্বরকে।
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবঃ ফরহাদ রেজা (অধিনায়ক), মার্শাল আইয়ুব, আরাফাত সানি, তাইবুর পারভেজ, সাইফ হাসান, সৈকত আলি, মাহমুদুল হাসান লিমন, আবু জায়েদ চৌধুরী, এনামুল হক জুনিয়র, জসিম উদ্দিন, ফরহাদ হোসেন, আরাফাত সানি জুনিয়র, মানিক খান, আসলাম হোসেন।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবঃ এনামুল হক বিজয় (অধিনায়ক), অলক কাপালি, আব্দুর রাজ্জাক, নাহিদুল ইসলাম, মোহর শেখ অন্তর, মোহাম্মদ আল আমিন হোসেন, মনির হোসেন, সালমান হোসেন ইমন, নাইম হাসান, নাজমুল মিলন, নুর আলম সাদ্দাম, ইমরান আলি, আরিফুল হক, জাকির হাসান, মোহাম্মদ আল আমিন জুনিয়র।