ফতুল্লায় শেখ জামালের মুখোমুখি শক্তিশালী রূপগঞ্জ

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ পর্বে বুধবার লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে মাঠে নামছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বাংলাদেশ সময় সকাল ৯টায় ম্যাচটি শুরু হবে।
ম্যাচটি মাঠে গড়াবে ফতুল্লার খান সাহেব উসমান আলী স্টেডিয়ামে। শক্তিমত্তার বিচারে দুই দলের মধ্যে অনেকটাই এগিয়ে রূপগঞ্জ। তারা পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে সুপার লিগ নিশ্চিত করেছিল।
সুপার লিগ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৪৬ রানের জয় পেয়েছিল রূপগঞ্জ। এই জয়ের ধারা শেখ জামালের বিপক্ষেও ধরে রাখতে চাইবে দলটি।

এবারের আসরে ৬ নম্বরে থেকে সুপার লিগ নিশ্চিত করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। প্রাইম ব্যাংককে ৬ উইকেটের ব্যবধানে উড়িয়ে দিয়ে সুপার লিগ শুরু করেছে নুরুল হাসান সোহানের দল।
এই আত্মবিশ্বাস রূপগঞ্জের বিপক্ষেও কাজে লাগাতে চাইবে দলটি। ব্যাট হাতে শেখ জামালের সবচেয়ে বড় তারকা নাসির হোসেন। ১২ ম্যাচে তাঁর রান ৪০০। এই ম্যাচেও তাঁর দিকে তাকিয়ে থাকবে দলটি।
এদিকে, রূপজঞ্জের হয়ে এবারের আসরে দ??র্দান্ত ব্যাটিং করছেন মোহাম্মদ নাইম। ১২ ম্যাচে তাঁর রান ৪৯০। তাছাড়া, মেহেদী মারুফও দুর্দান্ত ফর্মে আছেন। ৮ ম্যাচেই তিনি সংগ্রহ করেছেন ৪৩৩ রান।
শেখ জামাল ধানমণ্ডি ক্লাবঃ নুরুল হাসান সোহান (অধিনায়ক), নাসির হোসেন, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ শহিদুল ইসলাম, ইমতিয়াজ হোসেন তান্না, তাইজুল ইসলাম, ফারদিন হাসান অনি, মাহমুদুল্লাহ রিয়াদ, এনামুল হক, সালাউদ্দিন শাকিল, রাকিন আহমেদ, খালেদ আহমেদ, মিনহাজুল আবেদিন আফ্রিদি, মোহাম্মদ হাসানুজ্জামান, মেহরাব হোসেন যোশি, জিয়াউর রহমান, তানবির হায়দার।
লিজেন্ডস অব রূপগঞ্জঃ নাঈম ইসলাম (অধিনায়ক), নাঈম শেখ, আসিফ হাসান, মমিনুল হক, জাকের আলি, মোহাম্মদ শহিদ, শাহরিয়ার নাফিস, নাবিল সামাদ, আসিফ আহমেদ, আজমির আহমেদ, শুভাশিস রয় চৌধুরি, মুক্তার আলি, মিনহাজুর রহমান, সালাউদ্দিন পাপ্পু, মেহেদী মারুফ।