promotional_ad

প্রথম বিশ্বকাপ, তবুও রোমাঞ্চিত নন মুস্তাফিজ

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেপন্ডেন্ট ||


প্রথমবারের মত বিশ্বকাপ খেলবেন বাংলাদেশ দলের অন্যতম সদস্য মুস্তাফিজুর রহমান। কিন্তু আলাদা করে কোনো রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে না এই বাঁহাতি পেসারকে।


২০১৫ বিশ্বকাপের পর পাকিস্তান সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা মুস্তাফিজ এখন পর্যন্ত দুটি বিশ্ব আসরে খেলেছেন। ২০১৬ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপের পর ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছেন তিনি। এবার ক্যারিয়ারের প্রথম ওয়ানডে বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেয়েছেন মুস্তাফিজ।



promotional_ad

‘জীবনে প্রথম (বিশ্বকাপ) খেলব। একবার টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলেছি। এখন ওয়ানডে খেলব, এই আর কি,‘ মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন স্বল্পভাষী মুস্তাফিজ।


কিছুদিন আগে ঢাকা প্রিমিয়ার লীগের দল শাইনপুকুরের অনুশীলনে পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন মুস্তাফিজ। এক্সরে রিপোর্টে কোনো সমস্যা ধরা না পড়লেও দুই সপ্তাহ বিশ্রাম দেয়া হয়েছে তাঁকে। তবে আয়ারল্যান্ড সিরিজ ও বিশ্বকাপের আগে সম্পূর্ণ সুস্থ হওয়ার ব্যাপারে নিশ্চিত তিনি।


তিনি বলেছেন, ‘ব্যথা পায়ে লাগতেই পারে। তাড়াহুড়া নাই, এখনো তো প্রায় অনেকদিন বাকি। বেশ কিছুদিন বাকি।’



বিশ্বকাপে বাংলাদেশ দলের বোলিং আক্রমণের অন্যতম ভরসা হিসেবে দায়িত্ব পালন করবেন মুস্তাফিজ। তবে ইংল্যান্ড বিশ্বকাপের উইকেট ব্যাটিং সহায়ক হওয়ায় কাজ কঠিন হবে বোলারদের, যার খেসারৎ ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দিতে হয়ে মুস্তাফিজ সহ বাকি বাংলাদেশি বোলারদের। এবার গত ইংল্যান্ড সফরের অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনি।


‘চেষ্টা করব আমার সেরাটা দেয়ার (উইকেট ব্যাটিং সহায়ক থাকবে)। ওইরকম ভাবলে পরে আর ভালো করার চান্স থাকে কম। আমি আমার জায়গা থেকে সেরাটা দেয়ার চেষ্টা করব। বাদ বাকি ওপরওয়ালার ইচ্ছা।‘



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball