আইপিএল ছেড়ে দেশে ফিরেছেন সাকিব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
এপ্রিলের ২২ তারিখ থেকে শুরু হতে যাওয়া জাতীয় দলের ক্যাম্পে শুরুতেই যোগ দিবেন বাংলাদেশ দলের সহঅধিনায়ক সাকিব আল হাসান। জাতীয় দলের স্কোয়াড ঘোষণা শেষে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
ইতিমধ্যে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেয়ার জন্য সাকিব আল হাসানকে চিঠি পাঠিয়েছে বিসিবি। আইপিএলে ছেড়ে দেশে ফিরে আসতে বলা হয়েছে তাঁকে। নির্দিষ্ট সময়েই ফিরে আসবেন সাকিব বলছেন বোর্ড কর্তারা।

'গতকাল বোর্ড থেকে চিঠি পাঠানো হয়েছে। সে ২২ অথবা ২৩ এপ্রিল দলের সাথে যোগ দিবে,' মঙ্গলবার মিরপুরে সংবাদ সম্মেলনে বলেছেন আকরাম খান।
এখন অবধি আইপিএলে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৪ ওভার হাত ঘুরিয়ে ৪২ রানের বিনিময়ে উইকেট পেয়েছিলেন সানরাইজার্সের এই অলরাউন্ডার।
এরপর দলের কম্বিনেশনের কারণে সাইড বেঞ্চে বসে থাকতে হয়েছে সাকিবকে। ২২ তারিখের পূর্বে একটি ম্যাচ আছে হায়দ্রাবাদের, সেই ম্যাচের দিকে তাকিয়ে আছেন সাকিব।