ঘরোয়া লীগের পারফর্মেন্সের কারণেই বিশ্বকাপে মোসাদ্দেক

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ইংল্যান্ড বিশ্বকাপের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের দলে জায়গা হয়েছে অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের। মূলত সম্প্রতি সময়ে তাঁর ঘরোয়া ক্রিকেটের পারফর্মেন্সের উপর ভিত্তি করেই দলে সুযোগ পেয়েছেন তিনি।
দল ঘোষণার সময় প্রধাণ নির্বাচক মিনহাজুল আবেদিন নানু এমনটাই জানিয়েছেন। গেল রবিবার চলতি ঢাকা প্রিমিয়ার লীগে আবাহনীর জার্সিতে সেঞ্চুরিও হাঁকিয়েছেন মোসাদ্দেক।

এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদের হালকা চোট থাকায় তাঁর বোলিং সার্ভিস নাও পাওয়া যেতে পারে বিশ্বকাপে। এই চিন্তা করেও ব্যাকআপ স্পিনার হিসেবে মোসাদ্দেকই প্রথম পছন্দ ছিল তাদের। নান্নু বলেন,
'সৈকত ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেছে। আর আমরা একজন অলরাউন্ডার চাচ্ছিলাম যে অফ স্পিন করতে পারে। কারণ রিয়াদেরও একটি কাঁধের ইনজুরি আছে তাই সে বোলিং নাও করতে পারে।
সেই কথা চিন্তা করে যেন ব্যাকআপ হিসেবে একজন স্পিন বোলিং অলরাউন্ডার দরকার হয় তাই সৈকতকে অন্তর্ভুক্ত করা হয়েছে।'
বিশ্বকাপের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াডঃ
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, তামিম ইকবাল, সৌম্য সরকার, আবু জায়েদ রাহি, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মেহেদি হাসান মিরাজ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত।