ব্রাদার্সকে বিশাল লক্ষ্য দিয়েছে উত্তরা

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি ঢাকা প্রিমিয়ার লীগের রেলিগেশন রাউন্ডে বিকেসপিতে মাঠে নেমেছে উত্তরা স্পোর্টিং ক্লাব এবং ব্রাদার্স ইউনিয়ন। ম্যাচটিতে টসে জিতে উত্তরা স্পোর্টিং ক্লাবকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ব্রাদার্স ইউনিয়ন।
মহাইমিনুলের ফিফটি, উত্তরার তিনশো- ২১৩ রানে শানাজ সেঞ্চুরি হাঁকিয়ে বিদায় নিলেও বাকি ব্যাটসম্যানদের সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন মহাইমিনুল। তুলে নেন ফিফটি।
বাকিরা আসা যাওয়ার মাঝে থাকলেও ৪৯তম ওভার পর্যন্ত ক্রিজে ছিলেন তিনি। শেষ ওভারের আগে ৬৬ করে তিনি ফিরলেও দলের স্কোরবোর্ডে রান তখন প্রায় তিনশো।

শেষ ওভারে অধিয়ায়ক সখিত আহমেদের ৭ বলে ১১ রানের উপর ভর করে ৩১৩ রানের পুজি পায় উত্তরা।
শানাজের সেঞ্চুরিঃ এমন বিদায় নিলেও দুর্দান্ত ব্যাটিং করে সেঞ্চুরি তুলে নেন শানাজ আহমেদ। ১০৬ বলে ১১৪ রান করার পর বিশ্বনাথ হাওলাদারের বলে লেগ বিফরের ফাঁদে পড়ে বিদায় নেন তিনি।
ইমন-শানাজের জুটিঃ ৯ রানে ১ উইকেট হারালেও উত্তরার পক্ষে হাল ধরেন শানাজ আহমেদ এবং আনিসুল হক ইমন।
এই জুটিতে দুইজন মিলে যোগ করেন ১৩৫ রান। দুজনি তুলে নেন ফিফটি। তবে ব্যক্তিগত ৬৪ রানে শরিফুল্লাহর বলে মিজানুর রহমানের হাতে ক্যাচ দিয়ে বসেন এমন।
তানজিদের বিদায়ঃ টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি উত্তরার। স্কোরববোর্ডে ৯ রান যোগ করতেই সাজঘরে ফিরে যান ওপেনার তানজিদ হাসান।
সংক্ষিপ্ত স্কোরঃ ৩১৩/৬ (৫০ ওভার)
(শানাজ ১১৪, মহাইমিনুল ৬৬) (বিশ্বনাথ ৩/৫৬)