পান্ত না থাকায় বিস্মিত গাভাস্কার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ড???স্ক রিপোর্ট ||
উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্তকে ছাড়াই ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দুর্দান্ত ফর্মে থাকা এই ব্যাটসম্যান বাদ পরায় বিস্মিত হয়েছেন সাবেক ভারতীয় অধিনায়ক সূনীল গাভাস্কার।
শুধু আইপিএল নয় আন্তর্জাতিক ক্রিকেটেও নিজের পারফর্মেন্স দেখিয়েছেন পান্ত। তবে, অভিজ্ঞতার কাছে হেরে গেছেন তিনি। দ্বিতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে ভারতের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন দীনেশ কার্তিক।

গাভাস্কার মনে করেন ভারতের ব্যাটিং অর্ডারের শীর্ষ ছয়ে ভালো বিকল্প হতে পারতেন বাঁহাতি পান্ত। সে থাকলে বোলারকে লাইন পরিবর্তন করতে হতো বারবার তাছাড়া প্রতিপক্ষ অধিনায়ককেও ফিল্ডিং সাজাতে হতো কিছুক্ষণ পরপর।
'একটু অবাক হলাম, তাঁর ফর্ম দেখে। তাঁর ব্যাটিং দুর্দান্ত। শুধু আইপিএল নয় এর আগেও সে এমন ব্যাটিং করেছে। উইকেটরক্ষক হিসেবেও সে উন্নতি দেখাচ্ছে। সে শীর্ষ ছয়ে ভালো বিকল্প হতে পারত, যা বোলারদের বিপক্ষে খুব কাজে আসতো। বোলারদের লাইন পরিবর্তন করতে হতো এবং অধিনায়ককে অনেক ফিল্ডিং সাজাতে হতো।'
উইকেটরক্ষক হিসেবে পান্তের চেয়ে কার্তিককেই এগিয়ে রাখছেন গাভাস্কার। কার্তিক পন্তের চেয়ে অনেক দক্ষ। সেই কারণেই বিশ্বকাপ দলে তিনি জায়গা করে নিয়েছেন বলে বিশ্বাস তাঁর।
'ধোনী যদি খেলতে না পারে, তাহলে আপনি আরেকজন ভালো উইকেটরক্ষক চাবেন। আমি মনে করি কার্তিক অনেক দক্ষ উইকেটরক্ষক, এর থেকেও বেশি। তাই সে এই জায়গা (বিশ্বকাপ দলে) জিতে নিয়েছে।'