promotional_ad

ব্যাঙ্গালুরুর সামনে মুম্বাই বাঁধা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টানা ৬ ম্যাচে হারের পর কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে জয়ের দেখা পেয়েছিল ভিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া দলটির সামনে এখনও সুযোগ রয়েছে প্লে-অফে জায়গা করে নেয়ার।


কিন্তু সেজন্য তাদেরকে পাড়ি দিতে হবে কঠিন পথ। হাতে থাকা ৭ ম্যাচের মধ্যে অন্তত ৬টিতে জয় নিশ্চিত করতে হবে আরসিবিকে। এমন কঠিন সমীকরণের সামনে দলটির প্রতিপক্ষ শক্তিশালী মুম্বাই ইন্ডিয়ান্স।


প্লে-অফের স্বপ্ন বাঁচিয়ে রাখতে মুম্বাইয়ের ওয়ানকেড়ে স্টেডিয়ামে রোহিত শর্মার দলের বিপক্ষে মাঠে নামছে ভিরাট কোহলির দল। দিনের একমাত্র খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।



promotional_ad

ব্যাঙ্গালুরু নিজেদের শেষ ম্যাচে জিতলেও মুম্বাই তাদের শেষ ম্যাচে হেরেছিল। যেকারণে জয়ের ধারায় ফিরতে মরিয়া হয়ে আছে মুম্বাই শিবির। আর ঘরের মাঠে খেলা হওয়ায় বাড়তি অনুপ্রেরণা পাবে দলটি।


গুরুত্বপূর্ণ এই ম্যাচে দুই দলের একাদশে বড় কোন পরিবর্তন আসার সম্ভাবনা নেই। মুম্বাইয়ের বিদেশী পেসার ইনজুরিতে পড়ায় একাদশে একটি পরিবর্তন হিসেবে ফিরতে পারেন লাসিথ মালিঙ্গা। আর উইনিং কম্বিনেশন ধরে রেখেই মাঠে নামতে চাইবেন ব্যাঙ্গালুরু দলপতি।


দুই দলের শেষ দেখায় মুম্বাই জিতেছিল ৭ রানে। যদিও সেই ম্যাচের শেষ বলে লাসিথ মালিঙ্গার নো বল আম্পায়ারের চোখ এড়িয়ে যায়। যা নিয়ে বড় বিতর্কের মাঝে পড়েছিল আইপিএল।


মুম্বাই ইন্ডিয়ানস সম্ভাব্য একাদশঃ রোহিত শর্মা (অধিনায়ক),  কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, ইশান কিশান, ক্রুনাল পান্ডিয়া, রাহুল চাহার, জেসন বেহরেনডর্ফ / মিচেল ম্যাকক্লেনঘান, জসপ্রিত বুমরাহ, লাসিথ মালিঙ্গা।



রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু সম্ভাব্য একাদশঃ: পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), ভিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, মার্কাস স্টয়নিস, মঈন আলী, অক্ষদীপ নাথ, পবন নেগী, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ, যুবেন্দ্র চাহাল, নাভদীপ শাইনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball