promotional_ad

সাকিবকে চিঠি পাঠাবে বিসিবি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আইপিএল থেকে দেশে ফিরে এসে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেয়ার জন্য সাকিব আল হাসানকে চিঠি পাঠাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২২ এপ্রিল থেকে আয়ারল্যান্ড সিরিজের জন্য বিশেষ ক্যাম্প আয়োজন করতে যাচ্ছে বিসিবি। ক্যাম্পের আগে সাকিবকে দেশে চাচ্ছে বিসিবি।


সাকিব আল হাসান আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ খেলেছেন। চার ওভার বল করে ৪২ রান খরচায় ১ উইকেট নিয়েছেন তিনি। এরপর হায়দ্রাবাদের হয়ে বাকি ৬ ম্যাচে সুযোগ হয়নি তাঁর।



promotional_ad

বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের ভাষায়, ‘আমাদের ক্যাম্প শুরু হচ্ছে। আমি বলেছি সাকিবকে চিঠি পাঠাতে। এখনই চিঠিটা দিয়ে দিতে। আমাদের যেহেতু ক্যাম্প শুরু হচ্ছে, এছাড়া আমাদের সাথে ক্যাম্প শুরু হলে সে আসবে কি আসবে না এটা নিয়ে কথা হয়নি। আমার মনে হয়েছে ক্যাম্প শুরু হচ্ছে, একটা চিঠি দেয়া দরকার, সে যেন যোগ দিতে পারে। ক্যাম্প ২২ তারিখ থেকে শুরু হচ্ছে।‘


২২ তারিখের আগে একটি ম্যাচ খেলবে হায়দ্রাবাদ। ১৭ তারিখ চেন্নাই এর বিপক্ষে খেলবে সাকিবের দল। এর মধ্যে সাকিবের জবাবের অপেক্ষা করবে বিসিবি।


সাকিব বিপিএলের ফাইনালে হাতের ইনজুরিতে পড়ে নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে পড়েন। প্রায় দুই মাস ইনজুরির সাথে লড়াই করে আইপিএল দিয়ে মাঠে ফিরেছেন তিনি।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball