সাইফউদ্দিনের পঞ্চম উইকেট

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সংক্ষিপ্ত স্কোর
প্রাইম দোলেশ্বরঃ ৫১/৬, ১৭ ওভারে
মাহমুদুল হাসান ১২*, ফরহাদ রেজা ৩*

মোহাম্মদ সাইফউদ্দিন ৫/৯, সৌম্য সরকার ১/৯
সাইফউদ্দিনের পঞ্চমঃ সাইফ হাসানকে সরাসরি বোল্ড করে নিজের পঞ্চম উইকেট তুলে নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। মাত্র ১১ রান তুলতেই দারুণ ফর্মে থাকা সাইফকে ফিরিয়েছেন তিনি। মাত্র ৯ রানে ৫ উইকেট তুলে নেয়া সাইফউদ্দিনের লিস্ট 'এ' ক্যারিয়ারের সর্বোচ্চ বোলিং ফিগার।
এরপর প্রাইম দোলেশ্বরের শিবিরে আঘাত হানেন সৌম্য সরকার। মিডিয়াম পেসে তাইবুর রহমানকে ৫ রানে ফেরান তিনি।
সাইফউদ্দিনে বিধ্বস্ত দোলেশ্বরঃ মিরপুরে আগুনে বোলিং করছেন বাঁহাতি পেসার মোহাম্মদ সাইফউদ্দিন। প্রতিপক্ষ প্রাইম দোলেশ্বরের ইতিমধ্যে ৪ উইকেট তুলে নিয়েছেন তিনি, খরচ করেছেন মাত্র ৫ রান।
ব্যাটিং করতে নেমে শুরু থেকেই সাইফউদ্দিনের তোপের মুখে পড়েন প্রাইম ব্যাংকের ব্যাটসম্যানরা। ওপেনার ইমরান উজ্জামানকে ০ রানে ফেরানোর পর আরেক ওপেনার সৈকত আলিকে মাত্র ১ রানে ফিরিয়েছেন তিনি।
তিনে নামা ব্যাটসম্যান ফরহাদ হোসেনকে ১১ রানে ফিরিয়েছেন এই পেসার। এরপর অভিজ্ঞ ব্যাটসম্যান মার্শাল আইয়ুবকে সরাসরি বোল্ড করে সাজঘরের পথ দেখান মাত্র ১ রান সংগ্রহ করতেই।