মিডেল অর্ডারে অভিজ্ঞতার অভাব টের পাচ্ছেন ওয়ার্নার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
হায়দ্রাবাদের মিডেল অর্ডারে ব্যাটসম্যানদের অভিজ্ঞতার অভাব রয়েছে। এই অভিজ্ঞতার অভাব হারে হারে টের পাচ্ছেন দলের সাবেক অধিনায়ক এবং ওপেনার ডেভিড ওয়ার্নার।
এবারের আসরে এখন পর্যন্ত নিজেদের সেরাটা দিতে পারে নি দলের মিডেল অর্ডার। বিশেষ করে মানিশ পান্ডে এবং ইউসুফ পাঠান এখন পর্যন্ত বড় কিছু করতে পারেন নি দলের পক্ষে। দিল্লী ক্যাপিটালসের বিপক্ষে তাই মিডেল অর্ডারে পরিবর্তন এনেই মাঠে নেমেছিল দলটি।

কিন্তু সেখানেও ব্যর্থ হয়েছেন ব্যাটসম্যানরা। দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং জনি বেয়ারস্টোর ব্যাটে উড়ন্ত সূচনা পেয়েও মাত্র ১১৬ রানে অল আউট হয় ২০১৬ সালের আইপিএল চ্যাম্পিয়নরা। এই নিয়ে টানা তিন ম্যাচে হারল টম মুডির শিষ্যরা। দিল্লীর বিপক্ষে হারের পর অনভিজ্ঞ মিডেল অর্ডারের ব্যাপারে ওয়ার্নার জানান,
'মিডেল অর্ডারে যখন অভিজ্ঞতার অভাব দেখা দিবে তখন নতুনদের জন্য এখানে পারফর্ম করা অনেক চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। কোন অজুহাত দিতে চাইছি না। আমরা ভালো শুরুর পর মাঝপথে সেটা কাজে লাগাতে পারিনি। আমরা অনেক সিঙ্গেল নিয়েছি কিন্তু সেগুলোকে দুইয়ে রুপান্তর করতে পারিনি।
'দিল্লী দুর্দান্ত ফিল্ডিং করেছে এবং বাউন্ডারি বাঁচিয়েছে অনেক। সঙ্গে তাঁদের বোলাররাও অনেক ছন্দে ছিল। ইনিংসের মাঝপথে আমরা বাউন্ডারি হাঁকানোর অনেকগুলো বাউন্ডারি হাঁকানোর সুযোগ হাতছাড়া করেছি আমরা।'
ব্যাট হাতে ফর্মে নেই হায়দ্রাবাদের মিডেল অর্ডারের দুই ব্যাটসম্যান মনিশ পান্ডে এবং ইউসুফ পাঠান। যেকারণে তাঁদেরকে দিল্লীর বিপক্ষে একাদশের বাইরেই রেখেছিল হায়দ্রাবাদ।
এছাড়া বাংলাদেশের সাকিব আল হাসানকেও তাঁরা বেঞ্চে বসিয়ে রেখেছে। তবে মিডেল অর্ডারের সমস্যা সমাধানে পরের ম্যাচগুলোতে সাকিবকে একাদশে রাখতে পারে কেন উইলিয়ামসনের দল।