'বেঙ্গালুরুর হয়ে ২০০ শতাংশ দেবে স্টেইন'

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ডেল স্টেইন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে সামর্থ্যের ২০০ শতাংশ দেবেন বলে বিশ্বাস দলটির তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। সম্প্রতি এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন তিনি।
স্টেইনকে যোগ করা দারুণ একটি পদক্ষেপ বলে মনে করেন তিনি। এই প্রোটিয়া পেসারের সামর্থ্য সবাই জানে বলেই মনে করেন তিনি।

'আমি মনে করি ডেলের যুক্ত হওয়া দারুণ একটি পদক্ষেপ। আমরা সবাই জানি সে কি করতে পারে। একটা জিনিস নিশ্চিত যে তার কাছ থেকে আপনি ২০০ শতাংশ পাবেন।'
ইনজুরির কারণে আইপিএলের এবারের আসর থেকে ছিটকে গেছেন অজি পেসার নাথান কোল্টার নাইল। তার বদলি হিসেবেই বেঙ্গালুরুতে যোগ দিয়েছেন স্টেইন।
আসরের শুরুতে নিলামে তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। তবে কোল্টার নাইলের ইনজুরি তাকে সুযোগ করে দিয়েছে আইপিএল খেলার।
স্টেইন দলের জন্য সেরাটা দেবেন বলেই বিশ্বাস ভিলিয়ার্সের। তাকে পেয়ে অনেক আনন্দিত তিনি।
'প্রতিবার বোলিং করার সময় অবশ্যই সে নিজের সেরাটা দিবে দলের জন্য এবং এমন একজন সামর্থ্যবানকে পেয়ে আমরা সত্যি আনন্দিত।'