ঘরের মাঠে জয়ের ধারায় ফিরবে হায়দ্রাবাদ?

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জয়ের ধারায় ফিরতে মরিয়া হয়ে আছে সানরাইজার্স হায়দ্রাবাদ। টানা দুই ম্যাচে হেরে টেবিলের ষষ্ঠ স্থানে নেমে যাওয়া দলটির জন্য সুখবর ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। উইলিয়ামসন ফিরে আসলে একাদশে পরিবর্তন আসা নিশ্চিত।
ভালো ফর্মে থাকা অলরাউন্ডার মোহাম্মদ নবিকে জায়গা ছেড়ে দিতে পারে কেন উইলিয়ামসনের জন্য। তবে কিউই এই ব্যাটসম্যানের ফিরে আসায় মিডেল অর্ডারের বড় সমস্যা দূর হতে পারে ২০১৬ সালের আইপিএল চ্যাম্পিয়নদের।
দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং জনি বেয়ারস্টো ভালো ফর্মে থাকলেও মিডেল অর্ডার দলের পক্ষে বড় কিছু করতে পারছে না। যা দুশ্চিন্তায় রেখেছে কোচ টম মুডিকে। তবে উইলিয়ামসন ফিরলে এই সমস্যা সমাধান হবে বলে আশা করছে হায়দ্রাবাদ।

ঘরের মাঠে রবিবার দিল্লী ক্যাপিটালসকে আতিথ্য দিবে সানরাইজার্স হায়দ্রাবাদ। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি। এই নিয়ে এবারের আসরে দ্বিতীয় বারের মত মুখোমুখি হচ্ছে দুই দল। প্রথম দেখায় হায়দ্রাবাদ জিতেছিল ৫ উইকেটে।
হায়দ্রাবাদ নিজেদের শেষ ২ ম্যাচ হারলেও টানা ২ ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে দিল্লী। সেই সঙ্গে দলের টপ অর্ডার এবং মিডেল অর্ডার আছে দারুণ ছন্দে। বোলিং নিয়েও বড় কোন সমস্যায় পড়তে হয় নি দলটিকে।
তাই আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামতে চাইবেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। মূলত উইনিং কম্বিনেশ ধরে রেখেই পয়েন্ট টেবিলে আধিপত্য বজায় রাখার উদ্দেশ্য রিকি পন্টিংয়ের শিষ্যদের।
আইপিএলে দল হিসেবে রবিবারের ম্যাচটি হায়দ্রাবাদের ১০০তম ম্যাচ। তাই নিজেদের মাইলফলকের ম্যাচে জয় নিয়েই মাঠ ছাড়তে চাইবে টম মুডির শিষ্যরা।
২০১৬ সালের আইপিএলে হায়দ্রাবাদের বিপক্ষে শেষ বারের মত জিতেছিল দিল্লী। তাই পরিসংখ্যানের পাল্লা হিসেবে করলে সেটা হায়দ্রাবাদের পক্ষেই যাচ্ছে।
সানরাইজার্স হায়দ্রাবাদ সম্ভাব্য একাদশঃ ডেভিড ওয়ার্নার, ২ জনি বেয়াস্টো (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), মনিষ পান্ডে, বিজয় শংকর, দীপক হুদা, অভিষেক শর্মা, রশিদ খান, ভুবনেশ্বর কুমার,সিদ্ধার্থ কউল/খলিল আহমেদ, সন্দীপ শর্মা।
দিল্লি ক্যাপিটাল সম্ভাব্য একাদশঃ পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), ঋষাভ পান্ত (উইকেটরক্ষক), কলিন ইনগ্রাম, ক্রিস মরিস, অক্ষর প্যাটেল, কিমো পল/ সন্দিপ লামিচানে, রাহুল তেওয়াতিয়া, কাগিসো রাবাদা, ইশান্ত শর্মা।