রাসেলকে থামাতে ছক কষছে চেন্নাই

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চেন্নাইয়ের মাঠে প্রথম দেখায় কলকাতার ব্যাটসম্যানদের পারফর্মেন্স হতাশাজনক হলেও হেসেছিল আন্দ্রে রাসেলের ব্যাট। সেই ম্যাচের মত এখন পর্যন্ত প্রত্যেক ম্যাচেই বিধ্বংসী ইনিংস উপহার দিয়েছেন তিনি। তবে ফিরতি লেগে রাসেলকে থামাতে পরিকল্পনা সাজিয়েছে চেন্নাই বলে জানিয়েছেন দলের ব্যাটিং কোচ মাইক হাসি।
পরিকল্পনা সাজালেও রাসেল যে ফর্মে আছেন তাতে করে তাঁকে থামানোর কাজটা অনেক কঠিনই হবে বোলারদের জন্য। কিন্তু পরিকল্পনা মোতাবেক বোলিং করলে ক্যারিবিয়ান এই অলরাউন্ডারকে অবশ্যই বিপদে ফেলতে পারবে চেন্নাইয়ের বোলাররা বলে বিশ্বাস হাসির।

চলতি মৌসুমে সাত ম্যাচে ৩০২ রান করেছেন জ্যামাইকান অলরাউন্ডার। গড় ১০০.৬৬, স্ট্রাইক রেট ২১২.৬৭। চেন্নাইয়ের বিপক্ষে আগের দেখায় হাঁকিয়েছিলেন ফিফটি আর গেল আসরে খেলেছিলেন ৩৬ বলে ৮৮ রানের ইনিংস। বিধ্বংসী রাসেলকে থামাতে হাসি জানান,
'বিষয়টি খুবই কঠিন তাই না! এই মুহূর্তে ও বিধ্বংসী ফর্মে রয়েছে। প্রত্যেক দলেরই ওর বিরুদ্ধে কিছু না কিছু পরিকল্পনা থাকে। যারা তা কাজে লাগাতে পারে, তারাই সাফল্য পায়। কিন্তু অনেক সময় পরিকল্পনা অনুযায়ী কাজ করে গেলেও ওর বিরুদ্ধে সাফল্য পাওয়া যায় না।
'কারণ, ও এত শক্তিশালী ও প্রতিভাবান যে, পরিকল্পনা কাজ নাও করতে পারে। ‘রাসেলের বিরুদ্ধে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে হবে। বোলারকে আগে থেকেই নির্দিষ্ট সিদ্ধান্ত নিতে হবে যে, ওকে কোথায় বল করা উচিত।’
রবিবার চলতি আসরের ফিরতি লেগে আবারও কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান টেবিল টপাররা। এই ম্যাচ জিতলেই প্লে-অফ প্রায় নিশ্চিত হয়ে যাবে দলটির জন্য। ইডেন গার্ডেন্সে বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় শুরু হবে ম্যাচটি।