হারের বৃত্ত ভাঙল রাজস্থান

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
টানা দুই ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পেয়েছে রাজস্থান। তারা মুম্বাই ইন্ডিয়ান্সকে ৪ উইকেটের ব্যবধানে হারিয়েছে। ঝড়ো ৮৯ রানের ইনিংস খেলে দলকে জিততে সাহায্য করেছেন জস বাটলার।
১৮৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে ৬০ রান যোগ করেন আজিঙ্কা রাহানে ও জস বাটলার। রাহানে ফিরে যান ৩৭ রান করে। দ্বিতীয় উইকেটে সঞ্জু স্যামসনকে নিয়ে ৮৭ রান যোগ করে দলকে জয়ের পথে নিয়ে যান বাটলার।
মাত্র ৪৩ বলে ৮৯ রানের ইনিংস খেলে আউট হন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এরপর কিছুটা খেই হারিয়ে ফেলে রাজস্থান। দ্রুত উইকেট হারাতে থাকে। স্যামসন আউট হন ৩১ রান করে।
১২ রান এসেছে স্টিভেন স্মিথের ব্যাট থেকে। ত্রিপাঠি ও লিভিংস্টোন দুজনই ১ রান করে আউট হয়েছেন। শেষ দিকে নেমে শ্রেয়াশ গোপাল ৭ বলে ১৩ রান করে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন।
কৃষ্ণাপ্পা গৌতম কোনো রান না করেই অপরাজিত ছিলেন। মুম্বাইয়ের হয়ে ৩টি উইকেট নিয়েছেন ক্রুনাল পান্ডিয়া। ২টি উইকেট গেছে জসপ্রিত বুমরাহর ঝুলিতে। চাহার নিয়েছেন ১টি উইকেট।

আগে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৯৬ রান যোগ করেন মুম্বাইয়ের দুই ওপেনার রোহিত শর্মা ও কুইন্টন ডি কক। ৪৭ রান করে রোহিত ফিরে গেলে ডি কককে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি সূর্য কুমার যাদব।
তিনি ফিরেছেন ১৬ রান করে। এর পরপরই পোলার্ড আউট হয়েছেন ৬ রান করে। চতুর্থ উইকেটে হার্দিক পান্ডিয়াকে নিয়ে ২৭ রান যোগ করেন ডি কক। ৫২ বলে ৮১ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হয়েছেন তিনি।
তার ইনিংসটি সাজানো ছিল ১ ছক্কা আর ৬ বাউন্ডারিতে। এরপর হার্দিকে মাত্র ১১ বলে ২৮ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে বড় সংগ্রহ এনে দিয়েছেন। ইশান কিশান আউট হয়েছেন ৫ রান করে।
ক্রুনাল পান্ডিয়া অপরাজিত ছিলেন কোনো রান না করেই। রাজস্থানের হয়ে পেসার জোফরা আর্চার ৩৯ রান দিয়ে নেন ৩ উইকেট। ১ উইকেট করে নেন ধাওয়াল কুলকার্নি এবং জয়দেব উনাদকাট।
সংক্ষিপ্ত স্কোরঃ
মুম্বাই ইন্ডিয়ান্সঃ ১৮৭/৫ (২০ ওভার)
(ডি কক ৮১, রোহিত ৪৭; আর্চার ৩/৩৯)
রাজস্থান রয়্যালসঃ ১৮৮/৬ (১৯.৩ ওভার)
(বাটলার ৮৯, রাহানে ৩৭; ক্রুনাল ৩/৩৪)