আলোকস্বল্পতায় হার, মানতে পারছেন না ব্রাউন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে ৪ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আলোকস্বল্পতার কারণে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৪ রানের ব্যবধানে হেরেছিল আরব আমিরাত। দলটির প্রধান কোচ ডগি ব্রাউন কোনো ভাবেই এই হার মেনে নিতে পারছেন না।
তিনি মনে করেন কোনো আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ এভাবে শেষ হতে পারে না। অবশ্য আম্পায়াররা আলোকস্বল্পতার পরও খেলা চালিয়ে যাওয়ার অনুরোধ করেছিলেন। এটাই সঠিক সিদ্ধান্ত ছিল বলে মনে করেন তিনি। তবে সে সময় আলোকস্বল্পতার কারণে মাঠ ছেড়েছিল আরব আমিরাত।

'আলোকস্বল্পতার কারণে একটি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ শেষ হওয়া কোনো আদর্শ উপায় নয়। আমি নিশ্চিত এটা অনেক, অনেক অন্ধকার ছিল। সম্ভবত আমরা কয়েক ওভার আগেই আসতে পারতাম কিন্তু আমরা এটা করিনি। আম্পায়াররা আমাদের মাঠে রাখতে চেয়েছিলেন। আমি মনে করি এটা সঠিক সিদ্ধান্ত ছিল। কিন্তু আমি মনে করি খেলাটা অনেক ভারসাম্য পূর্ণ ছিল, ১৮ বলে ২৫ রান দরকার ছিল।'
মাঠ ছেড়ে চলে আসার সিদ্ধান্তটাও সঠিক ছিল বলে বিশ্বাস আরব আমিরাত কোচের। এটাকে দুই দলের জন্যই হতাশাজনক মনে করেন তিনি। কারণ কোনো দলই খেলে জয় পায়নি।
'আমি মনে করি চলে আসা কিছুটা সঠিক সিদ্ধান্ত ছিল। কিন্তু এটা উভয় দলের জন্যই হতাশাজনক যে আমাদের মধ্যে কোনো দলই খেলাটা জেতার সুযোগ পায়নি।'
৪ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিক জিম্বাবুয়ে। ১৪ এপ্রিল মাঠে গড়াবে দুই দলের তৃতীয় ওয়ানডে ম্যাচ।